নতুন কিংবা পুরাতন ব্লগার ও ওয়েবসাইটের মালিকরা তাদের ওয়েবসাইটের ভিজিটর বৃদ্ধি করার জন্য থার্ডপার্টি ওয়েবসাইটের মাধ্যমে কোনো লিঙ্ক সাবমিট করাকেই বুকমার্কিং বলে থাকে। হ্যালো বন্ধুরা INFO PLUS BD ব্লগে আপনাকে স্বাগতম, আজ আমি আপনাদের সেরা ২২ টি ফ্রি সামাজিক বুকমার্কিং ওয়েবসাইটের তালিকা দেখাব।


ফ্রি ২২ টি সোস্যাল বুকমার্কিং সাইট তালিকা


সোস্যাল বুকমার্কিং কি?

বুকমার্কিং একটি অনলাইন ওয়েবসাইট প্লাটফর্ম। যা অনলাইনের বিভিন্ন ওয়েবসাইটকে গুগল সার্চ ইঞ্জিন, বিং সার্চ ইঞ্জিন, এমাজন সার্চ ইঞ্জিনে দ্রুত র‌্যাঙ্ক করতে সহায়তা করে। ব্যবহারকারীরা তাদের ব্লগসাইট কিংবা ওয়েবসাইটের পেজগুলি সাবমিট, সম্পাদনা, পরিদর্শন, অনুসন্ধান সহ শেয়ার করে এবং ট্যাগ, কীওয়ার্ড ব্যবহার করে সাইটের ভিজিটর বৃদ্ধি করে থাকেন। সাধারণত, বুকমার্ক সাইট গুলি সর্বজনীন হয় 🔖আমরা অন্যদের বুকমার্কগুলি দেখতে পারি যা অন্যান্য সদস্যরা সংরক্ষণ করে 🔖একইভাবে তারাও আমাদের বুকমার্ক তালিকাগুলো দেখতে পারে। এটি ওয়েবসাইট বা ব্লগ ব্যাকলিঙ্ক এবং রেফারেল ওয়েব ট্রাফিক বৃদ্ধির সবচেয়ে সাধারণ উৎস। কোন সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের পৃষ্ঠা বা ব্লগ পোস্টের ইমপ্রোভ র‌্যাঙ্কিং উন্নত করতে কিভাবে একটি সামাজিক বুকমার্কিং ওয়েবসাইটের তালিকা ব্যবহার করবেন? 🔖আমরা আমাদের ব্লগ পোস্ট বা ওয়েবসাইটের পেজ বুকমার্ক করার জন্য বুকমার্কিং ওয়েবসাইট ব্যবহার করি তখন এই ওয়েবসাইটগুলোতে প্রতিদিন লক্ষ লক্ষ ট্রাফিক আসে; এবং আমরা সামাজিক বুকমার্কিং ওয়েবসাইট থেকে মানসম্মত রেফারেল ওয়েব ট্রাফিক, চমৎকার ব্যাকলিংক তৈরী করতে পারি।

সোশ্যাল বুকমার্কিং হল ইন্টারনেটে আপনার ব্লগ বা ওয়েবসাইটগুলোকে প্রচার করার সর্বোত্তম উপায়, এখানে প্রথমে আমরা আমাদের ব্লগের জন্য অর্থবহ এবং মূল কন্টেন্ট লেখার জন্য একটি বিষয় নির্বাচন করতে পারি, ভালো ছবি এবং শিরোনাম দিয়ে বিষয়বস্তু প্রকাশ করে তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিষয়বস্তু শেয়ার করে, তারপর আমরা যেকোনো সার্চ ইঞ্জিন যেমন 🔖Yahoo,🔖Qwant, 🔖Bing, 🔖Google, ইত্যাদিতে দ্রুত সূচীকরণের জন্য বুকমার্কিং করতে পারি। সোসাল মিডিয়া এবং সোসাল বুকমার্কিং বর্তমান ইন্টারনেট দুনিয়ায় সবচেয়ে আলোচিত একটি বিষয়। ব্লগ, ফোরাম, ওয়েবসাইট, প্রশ্ন উত্তর সাইট সবখানেই সোসাল মিডিয়া এবং সোসাল বুকমার্কিং নিয়ে আলোচনা করা হয়। কি এমন কারন যে সব খানেই সোসাল মিডিয়া এবং সোসাল বুকমার্কিং নিয়ে আলোচনা করা হচ্ছে? 🔖আসলে কারন তেমন কিছুই না, শুধু গুগলের কিছু আপডেট। কিওয়ার্ড রেঙ্কিং এবং পেজ রেঙ্ক পেতে হলে সোসাল মিডিয়া এবং সোসাল বুকমার্কিং সাইটের কোন বিকল্প নেই। সেজন্যই সোস্যাল মিডিয়া এবং সোস্যাল বুকমার্কিং বর্তমান ইন্টারনেটের সবচেয়ে আলোচিত বিষয়। যাইহোক, আমরা যারা নতুন অনেকেই সঠিক ভাবে বুকমার্কিং করতে জানিনা বা করতে পারিনা। আজকে আমি সে বিষয়েই সামান্য কিছু টিপস শেয়ার করব। সেই সাথে ২২ টি জনপ্রিয় সোসাল বুকমার্কিং সাইটও শেয়ার করব যা থেকে আপনি অনেক ভিজিটর পাবেন। সবগুলোই ডুফলো বুকমার্কিং সাইট ফ্রী।


কি বুকমার্ক করবেন?

আপনার ব্লগসাইট বা ওয়েবসাই যা ভালো লাগে তাই বুকমার্ক করতে পারেন। আপনি আপনার সাইটের সবগুলো পেজ এবং পোষ্ট বুকমার্ক করতে পারেন। তাছাড়া আপনার 

🔖ইউটিউব ভিডিও, 

🔖গেষ্ট ব্লগিং পোষ্ট,

🔖নিজের ব্লগপোস্ট,

🔖ওয়েবসাইটের লিঙ্ক,

🔖ফটো শেয়ারিং

ইত্যাদি বুকমার্ক করতে পারেন। বুকমার্কিং পদ্ধতিটা একেক সাইটে একেক রকম। যেখানেই বুকমার্ক করেন না কেন অবশ্যই পোস্টের টাইটেল, ফোকাস কিওয়ার্ড এবং ডেসক্রিপশন ঠিক রাখবেন।

ফ্রি ২২ টি সামাজিক বুকমার্কিং সাইট তালিকা

উপরের আলোচনাতে আশা করি বুকমার্কিং সর্ম্পকে ধারনা পেয়েছেন। সেই ধারনাটিকে বাস্তবে রূপান্তর করার জন্য নিচে শীর্ষ ২২ টি বুকমার্কিং সাইটের তালিকা দেওয়া হলো। উল্লেখিত সাইটে গিয়ে প্রথমে আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে একটি একাউন্ট খুলুন। তারপর আপনি যে পোস্টটি বুকমার্ক করতে চান সেটিকে কপি করে পেস্ট করে সাবমিট করুন। ব্যস এতটুকুই, এবার আপনার  পোস্টকে গুগলে র‌্যাংক করা সহ অন্যান্য ভিজিটরদের কাছে পৌছানোর সম্পূর্ন দায়িত্ব উক্ত সাইটের। 🔖 ফ্রি বুকমার্কিং সাইটে পোস্ট সাবমিট করার সীমাবদ্ধতা আছে, এখানে আপনি ইচ্ছা করলেই আনলিমিটেড লিংক সাবমিট করতে পারবেন না। আনলিমিটেড লিংক সাবমিটের ইচ্ছা থাকলে বা 🔖 প্রফেশনাল এসইও নিয়ে কাজ করলে আপনাকে অবশ্যই প্রিমিয়াম প্যাকেজে সাবক্রিপশন করতে হবে। নিজের ব্লগের জন্য বা শিখার জন্য হলে প্রথম অবস্থায় ফ্রি বুকমার্কিং সাইটকেই আমি সাজেস্ট করবো। যাই হোক নিচের দেওয়া প্রত্যেকটি সাইটেই ইচ্ছা করলে ফ্রিতে বুকমার্কিং করতে পারবেন।

🔖 Slashdot.org

🔖 Diigo.com

🔖 Folkd.com

🔖 Plurk.com

🔖 Mix.com

🔖 Refind.com

🔖 Pearltrees.com

🔖 Exchangle.com

🔖 Bibsonomy.org

🔖 Posteezy.com

🔖 Reddit.com

🔖 Scoop.it

🔖 Flipboard.com

🔖 Akonter.com

🔖 Kapsul.com

🔖 Bublup.com

🔖 Wakelet.com

🔖 Ggather

🔖 Inoreader

🔖 Getpocket

🔖 Instapaper

🔖 Raindrop


উপরে শীর্ষ বুকমার্কিং সাইট থেকে আপনার সাইটের লিঙ্ক বিল্ডিং তৈরি করে, ভাল প্রোফাইল তৈরি করে এবং আপনার ওয়েবসাইট বা ব্লগ ইউআরএল দিয়ে বুকমার্ক পেজে সাবমিট করতে পারেন। ভালো মানের বুকমার্কিং সাইটে লিঙ্ক বিল্ডিং না করলে কিছু দিন পরে যদি সেই বুকমার্ক সাইটটি সার্ভার ডাউন হয় যাকে খারাপ ডোমেইন এবং হোস্টিং বলে; এই অবস্থায় আপনার তৈরীকৃত লিঙ্কগুলোতে কেউ প্রবেশ করলে  503 অথবা 404 রেজাল্ট শো করবে। আশা করি বুঝতে পেরেছেন। পুরো আর্টিকেল মনোযোগ দিয়ে পড়ার জন্য অসংখ্যা ধন্যবাদ।


আরো পড়ুন > বাংলাদেশের সেরা ২০ টি প্রশ্ন উত্তর সাইট।


লেখক : মামুন সরকার- ব্লগার ও ইউটিউবার।

Post a Comment

নবীনতর পূর্বতন