প্রথমে জেনে নিন কেনো আপনার কম্পিউটারের হার্ডডিস্ক ডুপ্লিকেট বা কপি করবেন। আমাদের ব্যবহৃত কম্পিউটারের অনেক গুরুত্বপূর্ন ডাটা, ডকুমেন্ট বা ফাইল সংরক্ষন করে রাখি। কোনো কারনে যদি আপনার কম্পিউটারটি সমস্যা করে অথবা উইন্ডোজে সমস্যা করে সেক্ষেত্রে ডুপ্লিকেট করে রাখা হার্ডডিস্ক থেকে সকল ডাটা উদ্বার করতে পারবেন।
হার্ডডিস্ক ডুপ্লিকেট করার আরেকটি উপকারী দিক হচ্ছে ডুপ্লিকেট হার্ডডিস্কটিতে উইন্ডোজ একটিভেশন থাকা। এতে নতুন করে কোনো প্রকার উইন্ডোজ একটিভেট করার প্রয়োজন পরেনা। শুধুমাত্র ইন্টারনেট কানেকশানের সাহায্যে উইন্ডোজটিকে আপডেট দিয়েই চলে।

হার্ডডিস্ক ডুপ্লিকেট করার জন্য যেসকল কাজ গুলো আপনাকে করতে হবে চলুন এক এক করে জেনে নেই।

  • হার্ডডিস্ক ডুপ্লিকেট করার জন্য প্রথমে আপনার কম্পিউটার থেকে Casper 10 সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। Casper 10 সফটওয়্যারটি প্রথম অবস্থায় একমাস ট্রায়াল ভার্সন দিয়ে থাকে। আপনি যদি বিজনেস পারপাসে ব্যবহার না করেন তাহলে Casper 10 এর ফ্রি ভার্সনটিই আপনার জন্য যথেষ্ট হবে। Casper 10 সফটওয়্যারটি ডাউনলোড করার পর এটিকে আপনার পিসিতে ইন্সটল করে নিন।
  • Casper 10 ইন্সটল করার পর যে হার্ডডিস্কে ডুপ্লিকেট করতে চান সেটি আপনার পিসির মধ্যে কানেকশান দিন। অরজিনাল হারডিস্কটিও কানেকশান থাকতে হবে।
  • হার্ডডিস্কটি পিসিতে কানেকশান দেওয়ার পর এবার ইন্সটলকৃত Casper 10 সফটওয়্যারটি ওপেন করুন। ওপেন করার সময় Continue Trial লেখাটিতে ক্লিক করুন।
কিভাবে হার্ডডিস্ক ডুপ্লিকেট করবেন?



  • Continue Trial এ ক্লিক করার পর নিচের ছবিটির উপরে Advanced লেখাটিতে ক্লিক করুন।
কিভাবে হার্ডডিস্ক ডুপ্লিকেট করবেন?
  • Advanced এ ক্লিক করার পর এখান থেকে Copy Drive এ ক্লিক করুন।
কিভাবে হার্ডডিস্ক ডুপ্লিকেট করবেন?
  • নিচের ছবি অনুযায়ী  Disk 2 তে ক্লিক করুন।
কিভাবে হার্ডডিস্ক ডুপ্লিকেট করবেন?
  • এখান থেকে আবার নিচের ছবি অনুযায়ী Local disk (C:) তে ক্লিক করে নিচ থেকে Next এ ক্লিক করুন।
কিভাবে হার্ডডিস্ক ডুপ্লিকেট করবেন?
  • Perform the copy now এ ক্লিক করুন। 
কিভাবে হার্ডডিস্ক ডুপ্লিকেট করবেন?
  • Perform the copy now এ ক্লিক করার পর নিচের ছবির মতো এরকম একটি অপশন আসবে। সবমিলিয়ে হার্ডডিস্কটি ডুপ্লিকেট হতে ২০ মিনিট লাগতে পারে যদি ৫০০ জিবির ড্রাইভ হয়। নিচের সবুজ ঘরগুলো পুরো হয়ে গেলেই আপনার হার্ডডিস্ক ডুপ্লিকেট করার কাজ শেষ হবে। এখন আপনি হার্ডডিস্কটিকে খুলে রাখতে পারেন।
কিভাবে হার্ডডিস্ক ডুপ্লিকেট করবেন?



ধন্যবাদ
লেখক :  মামুন সরকার

Post a Comment

নবীনতর পূর্বতন