ফেবিকন আইকন কি? What is favicon icon?

Favicon icon কে ওয়েবসাইট আইকন হিসেবেও বিবেচনা করা যায়। আমরা যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করার পর ব্রাউজারের ট্যাবাবারে ছোট লগো দেখতে পাই সেটিই হলো ফেবিকন আইকন। সহজে বলতে গেলে ব্লগ বা ওয়েবসাইটকে সহজে চেনার জন্য সাইটে যে লগো ব্যবহার করা হয় তাকেই বলে ফেবিকন আইকন। ব্লগস্পট, ওয়ার্ডপ্রেস, ওয়িক্স সহ প্রত্যেক কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমেই ওয়েবসাইট বানানোর পর সাইটকে সহজভাবে পরিচিত করার জন্য লগো আইকন ব্যবহার করে থাকেন। ওয়েবসাইটে এটাকে অনেক নামে ডাকা হয়ঃ


Favicon icon-ফেবিকন আইকন বানিয়ে সাইটে সেটাপ করুন।


🌐 শর্টকাট আইকোন,

🌐 ওয়েবসাইট আইকোন,

🌐 Logo আইকন,

🌐 ট্যাব আইকোন,

🌐 ইউ আর এল আইকোন,

🌐 বুকমার্ক আইকোন।,


বিভিন্ন নামে "Favicon" কে ডাকা হয়। নিচের এই ইমেজে যে আইকোনটি দেখানো হয়েছে এটিই ফেভিকন যা দেখে সহজেই সাইটকে চেনা যায়।


শর্টকাট আইকোন, ওয়েবসাইট আইকোন,Logo আইকন, ট্যাব আইকোন, ইউ আর এল আইকোন,  বুকমার্ক আইকোন।


সহজে Favicon তৈরী করুন

ফেভিকন ও আইকন তৈরি করুন মাত্র ১ মিনিটে। ফ্রি ফেবিকন আইকন তৈরী করার জন্য জনপ্রিয় একটি সাইট আপনাদের সাজেস্ট করবো। যে সাইটে বিনা পয়সায় সম্পূর্ন ফ্রিতে ওয়েবসাইটের জন্য ফেবিকন আইকন বানিয়ে সাইটে আপলোড করতে পারবেন।


প্রথমে এখানে ক্লিক করে সাইটটি ওপেন করুন। লগো নাম, সার্কেল বা স্কয়ার, ফন্ট সাইজ, ফন্ট পরিবর্তন, ফন্ট কালার ও ব্যাকরাউন্ড পরিবর্তন করে সবার উপর থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করুন।

Blogspot ফেবিকন আইকন বানিয়ে সাইটে সেটাপ করুন।

এবার ব্লগারের ডেসবোর্ড থেকে আপলোড করে সেভ করুন।

এবার আপনার সাইটের একটি টেব ওপেন করে দেখুন দেখতে কেমন লাগে।


আর্টিকেলটি কেমন লাগলো আশা করি কমেন্টে জানাতে ভুলবেন না। কি ধরনের বিষয় নিয়ে পরবর্তী পোস্ট দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।





লেখক : মামুন সরকার-ব্লগার ও ইউটিউবার।

Post a Comment

নবীনতর পূর্বতন