সর্বশেষ বাংলাদেশের জনপ্রিয় ২০ টি বাংলা প্রশ্ন উত্তর সাইট

কোনো কিছু জানার প্রয়োজনে কারো দ্বারস্থ না হয়ে কিংবা কারো অজানা কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জনপ্রিয় কয়েকটি বাংলা প্রশ্ন উত্তর সাইট আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো। এসব সাইটগুলোতে শিক্ষা, বিনোদন, চিকিৎসা, ব্যবসায়, জানা অজানা যে কোনো প্রশ্নের উত্তর সহজেই পেয়ে যাবেন। ব্লগিং কিংবা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যও চমৎকার একটি প্লাটফর্ম হতে পারে সাইট গুলো। এখানে আমি বাংলা ২০ টি জনপ্রিয় প্রশ্ন উত্তর সাইটের নাম উল্লেখ করেছি।

বাংলাদেশের জনপ্রিয় ২০ টি বাংলা প্রশ্ন উত্তর সাইট। বাংলা সকল প্রশ্ন উত্তর সাইট।


জনপ্রিয় বাংলা প্রশ্ন উত্তর সাইটগুলো।


প্রথমেই বলতে চাই কোয়ারা (Quora.com) সর্ম্পকে। Quora হল একটি সামাজিক প্রশ্নোত্তর ওয়েবসাইট যা মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং ২৫ জুন, ২০১০ তারিখে প্রতিষ্ঠিত। ওয়েবসাইটটি ২১ শে জুন, ২০১০ সালে জনসাধারণের জন্য অনলাইনে লাইভ করা হয়েছিল। ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়ের প্রশ্ন সম্পাদন এবং মন্তব্য করে একে অপরকে সহযোগিতা করতে পারেন। অন্যান্য ব্যবহারকারীদের দ্বারা জমা দেওয়া উত্তরগুলি থেকেও নিজের সমস্যার সমাধান বের করে নিতে পারেন। কোয়ারা বাংলা এবং ইংরেজী দুটি ভার্সনেই সমান ভাবে জনপ্রিয়। বিশ্বাস না হলে একবার ঘুরে আসতে পারেন।







এটি একটি বাংলাদেশী প্রশ্ন উত্তর সাইট। সর্বশেষ তথ্য অনুযায়ী ৪৮৪,০২০ ব্যবহারকারী প্রতিদিন এই সাইটে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে থাকে। সাধারন থেকে অসাধারণ যে কোনো প্রশ্ন করে সঠিক উত্তর পাওয়ার চমৎকার একটি সাইট হলো বিষয় আনসার! এই সাইটটি আমার ব্যাক্তিগত ভাবেও অনেক পছন্দের। আমি যখন ইউটিউবে ভিডিও বানানোর পরিকল্পনা করি কিংবা ব্লগে নতুন আর্টিকেল লেখার প্লেন করি প্রথমেই এই সাইটটিকে ভিজিট করে মনের মতো প্রশ্ন গুলোকে নোট করে তারপর ভিডিও কিংবা ব্লগ লিখি। আরেকটি অতিরিক্ত সুবিধা হলো এই সাইটে আপনি যে কোনো ব্লগ লিখেও আর্টিকেল প্রকাশ করতে পারবেন। আপনিও যদি আমার মতো হতে চান তাহলে এখনই সাইটটি থেকে ভিজিট করে আসুন।



০৩.  Ask Proshno (আস্ক প্রশ্ন)

সাধারণ জ্ঞান, পড়াশোনা, ক্যারিয়ার, সামাজিক মাধ্যম, ইন্টারনেট, কম্পিউটার, প্রোগ্রামিং, টিউটোরিয়াল, গ্রাফিক ডিজাইন, স্বাস্থ্য ও চিকিৎসা, যৌন, প্রেম-ভালোবাসা, ধর্ম ও বিশ্বাস, সিম অপারেটর, মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড, বিজ্ঞান ও প্রযুক্তি, ইলেকট্রিক্যাল, ফেসবুক, ইউটিউব, ফ্রিল্যান্স এবং আউটসোর্সিং, লাইফ স্টাইল, বাংলাদেশ, আইন, কৃষি, আন্তর্জাতিক, শিল্প ও সাহিত্য, বিনোদন এবং মিডিয়া, নিত্য নতুন সমস্যা, খেলাধুলা, রান্না-বান্না, স্বপ্নের ব্যাখ্যা ও নামের অর্থ, ধাঁধা,বিবিধ, অভিযোগ এবং অনুরোধ হাজারো সমস্যার সমাধান পাবেন এই সাইটে। শুধু যে আপনার সমস্যাই সমাধান পাবেন তা নয় আপনিও যে কারো প্রশ্নের উত্তর দিতে পারবেন এই সাইটে। নতুন ব্লগাসইটে ট্রাফিক বাড়ানোর কৌশল হিসেবে এই সাইট থেকে ব্যাকলিংক তৈরী করে সাইটে ভিজিটর বাড়াতে পারেন। তাহলে আর দেরি কেনো এখনই ঘুরে আসুন আস্ক প্রশ্ন থেকে।




ই-নলেজ বাংলা ভাষায় সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট বা ব্লগসাইট বলতে পারেন । এখানে আপনি প্রশ্ন-উত্তর করার মাধ্যমে নিজের সমস্যার সমাধানের পাশাপাশি দিতে পারেন অন্যদের সমস্যার নির্ভরযোগ্য সমাধান! বিভিন্ন ব্যক্তিগত সমস্যা, পড়ালেখা, ধর্মীয় ব্যাখ্যা, বিজ্ঞান বিষয়ক, সাধারণ জ্ঞান, ইন্টারনেট, দৈনন্দিন নানান সমস্যা সহ সকল বিষয়ে প্রশ্ন-উত্তর করতে পারবেন! প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অনলাইনে বাংলা ভাষায় উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তুলতে এই সাইটটি আমার কাছে চমৎকার লেগেছে! তাই আজই যুক্ত হোন ই-নলেজে আর বাড়িয়ে নিন আপনার অভিজ্ঞতার ভান্ডার! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং ই-নলেজ এর অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন।






০৫. Nirbik

নির্ভিক বাংলা ভাষার জনপ্রিয় সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট। প্রশ্ন-উত্তর করার মাধ্যমে নিজের সমস্যার সমাধানের পাশাপাশি দিতে পারেন অন্যদের সমস্যার নির্ভরযোগ্য সমাধান! বিভিন্ন ব্যক্তিগত সমস্যা, পড়ালেখা, ধর্মীয় ব্যাখ্যা, বিজ্ঞান বিষয়ক, সাধারণ জ্ঞান, ইন্টারনেট, দৈনন্দিন নানান সমস্যা সহ সকল বিষয়ে প্রশ্ন-উত্তর করতে পারবেন! প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অনলাইনে বাংলা ভাষায় উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তুলতে নির্ভিক সাইটটি আপনাকে সহায়তা করবে।
বিশেষ করে ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর বাড়াতে এই সাইটটি আপনাকে অনেক ভাবে সাহায্যে করবে।
তাই আজই যুক্ত হোন নির্ভিকে আর বাড়িয়ে দিন আপনার নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন। এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং Nirbik এর অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন। সাধারণ জ্ঞান, পড়াশোনা,প্রেম-ভালোবাসা,অ্যান্ড্রয়েড,মোবাইল ফোন, ক্যারিয়ার, ইন্টারনেট, কম্পিউটার, প্রোগ্রামিং, টিউটোরিয়াল, গ্রাফিক ডিজাইন, স্বাস্থ্য ও চিকিৎসা, যৌন, সিম অপারেটর, ধর্ম ও বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি, আন্তর্জাতিক, ফেসবুক, ইউটিউব, ফ্রিল্যান্স এবং আউটসোর্সিং, বাংলাদেশ, আইন, রান্না - বান্না, শিল্প ও সাহিত্য, বিনোদন এবং মিডিয়া, নিত্য নতুন সমস্যা, খেলাধুলা সহ আরো অনেক গুরুত্বপূর্ন বিষয়ের উপর নিজের জ্ঞান বৃদ্ধি করার সুযোগ পাবেন।


০৬. Beshto

নিত্য নতুন বিভিন্ন সমস্যা ও সমাধান বিষয়ে প্রশ্ন ও উত্তর প্রদানের জনপ্রিয় একটি ‍সাইট হলো Beshto. ফেসবুক, ইউটিউব, ফ্রিল্যান্স এবং আউটসোর্সিং, ইন্টারনেট, কম্পিউটার, প্রোগ্রামিং সহ গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করার জনপ্রিয় একটি সাইট। বাংলা সকল প্রশ্ন উত্তর সাইটের মধ্যে এটি অনেক জনপ্রিয় সাইট।


০৭. ask-ans-com

ক্যাটাগরি ভিত্তিক আকর্ষনীয় ডিজাইনে তৈরী এই ওয়েবসাইটটি প্রশ্ন উত্তরের জনপ্রিয় দিন দিন জনপ্রিয়তা উপরের দিকে যাচ্ছে। বাংলাদেশের জনপ্রিয় ২০ টি বাংলা প্রশ্ন উত্তর সাইটের মধ্যে এটি একটি অন্যতম প্রশ্ন উত্তর সাইট হিসেবে বিবেচনা করা যায়।


০৮. Ansbangla

ইউটিউবের নতুন নতুন কন্টেন্ট, ব্লগের জন্য নতুন আর্টিকেল পেতে এই সাইটটিই হতে পারে জন্য গুরুত্বপূর্ন। মনের গভীরে জমিয়ে রাখা গোপন অজানা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এখনই সাইটটি ভিজিট করে আপনার নামে একাউন্ট খুলে আজ থেকেই অবদানে অংশগ্রহণ করুন।


০৯. Helpfulhub

বাংলায় সর্বপ্রথম প্রশ্ন-উত্তরভিত্তিক ও সমস্যা সমাধানের উন্মুক্ত কমিউনিটি ২০১২ থেকে ২০২১ সাল, এখনও পর্যন্ত চলমান হেল্লফুল হাব। এই সাইটে আপনি যে কোনো প্রশ্ন করে উত্তর নিতে পারবেন একদম বিনামূল্য এবং যে কোনো প্রশ্নের উত্তর প্রদান করতে পারবেন। রেজিস্ট্রেশন না করেই এই সাইটে সকল বিভাগে অংশগ্রহণ করা যায়। তবে রেজিস্ট্রেশন করলে আলাদা কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়।





এই সাইটটি এখনও তেমন জনপ্রিয় না হলেও সাইটের ডিজাইন, ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেসের জন্য ভবিষৎতে এটির জনপ্রিয়তা ও ভিজিটর বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বাংলা সকল প্রশ্ন উত্তর সাইট এর মধ্যে এটি একটি অন্যতম সাইট হিসেবে বিবেচিত করা যায়।



ইউজার ফ্রেন্ডলি চমৎকার একটি প্রশ্ন উত্তর সাইট হলো প্রশ্ন করি.কম। এখানে প্রাসঙ্গিক ‍যে কোনো প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। কোনো বিষয়ে অভিজ্ঞ বা জানা থাকলে যেসকল বিষয়ে উত্তর দিয়ে প্রশ্ন কর্তাকে সাহায্যে করা যায়। ইউটিউব ভিডিওর ভিউস বাড়াতে লিঙ্ক বিল্ডিং, ব্লগের ভিজিটর বাড়াতেও সহজেই লিঙ্ক বিল্ডিং করা যায়।



আমার দেখা সেরা একটি প্রশ্ন উত্তর সাইট হলো ইসলামকাইনফো। বাংলা, ইংরেজী, হিন্দী, আরবি সহ আরো অন্যান্য ভাষায় প্রশ্ন করা যায় এবং উত্তরও দেওয়া যায় খুব সহজেই। বিশেষ করে এই সাইটটিকে ইসলামিক প্রশ্ন উত্তর সাইটও বলতে পারেন। অন্যান্যা সাইটের যেমন মিশ্র ক্যাটাগরি থাকে এখানে সেটি নেই।



অসাধারণ একটি প্রশ্ন উত্তর সাইটই বলা চলে অদৃশ্যলেখককে। সাইটটি তেমন  পরিচিতি না হলেও, একসময় ভালো একটা অবস্থানে যাওয়ার সম্ভাবনা রয়েছে অদৃশ্যলেখক.কমের। নতুন সাইট হওয়ায় সময় নষ্ট না অল্প সময়েই যে সমস্যার সমাধান পেতে পারেন। আপনি ব্লগিং কিংবা ইউটিউবিং করার চিন্তা করে থাকেন তাহলে এখান থেকে সব কিছুর পরিকল্পনার বের নিতে পারেন।



আমার দেখা অন্যতম সেরা একটি সাইট হলো ইভেন আনসার সাইটটি। এখানে কোয়ারার মতো বাংলা কিংবা ইংরেজী উভয় ভাষাতেই প্রশ্ন উত্তর পাওয়া যায়। সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য-চিকিৎসা, ব্যবসা, বিনোদন, ক্রীড়া সম্পর্কিত যাবতীয় সমস্যার সমাধান পাওয়ার চমৎকার একটি সাইট ইভেন আনসার। আমি ব্যাক্তিগত ভাবে আপনাকে পরামর্শ দিতে চাই, আপনি যদি ব্লগিং বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার চিন্তা করে থাকেন তাহলে এখনই এই সাইটটি ভিজিট করে আপনার টপিক বাছাই করে নিন।


এটি একটি জ্ঞানমূলক ওয়েবসাইট। এর মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেওয়া। আমার দেখা সেরা একটি সাইট হলো ইভেন আনসার সাইটটি। জানা অজানা সাধারণ জ্ঞান, ব্লগিং, ইউটিউবিং, ফেসবুক, ডিজিটাল মার্কেটিং সহ হাজারো প্রশ্ন ও উত্তরের আধুনিক একটি সাইট আস্কপড়ুয়া! বেশি প্রশ্ন করে পয়েন্ট সংগ্রহের আকর্ষনীয় সুবিধা রয়েছে এখানে। তবে সাইটের নিয়মনীতি ও পলিসি অবশ্যই মেনে চলতে হবে।



আমার দেখা সেরা একটি সাইট হলো ইভেন আনসার সাইটটি। ইপ্রশ্ন.কম সাইট হলো বাংলা ভাষার সহজে সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য অনলাইন মাধ্যম। যেখানে আপনাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কৌতুহল মূলক অজানা প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর খুজে পাওয়ার পাশাপাশি অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন। এই অনলাইন প্লাটফর্মে বিভিন্ন কমিউনিটির মানুষের সমাগম হয়ে থাকে। সাইটে প্রশ্ন উত্তরে অবদান রাখার জন্য অবশ্যই তাদের নিয়মকানুন মেনে চলতে হবে।



অনলাইন ভিত্তিক একটি উন্মুক্ত প্লাটফর্ম অন্বেষা। যেখানে আপনি অজানাকে জানার জন্য প্রশ্ন করতে পারবেন। যেখানে অভিজ্ঞ ব্যাক্তিগন তাদের জ্ঞানকে অন্যদের অজানাকে জানানোর মাধ্যমে প্রকাশ করার সুযোগ রয়েছে। প্রশ্নের সাথে প্রাসঙ্গিক ট্যাগ ব্যাবহার করে সহজেই যে কোনো প্রশ্নের সহজ সমাধান ও কারো প্রশ্নের উত্তর দিয়ে পয়েন্ট সংগ্রহ করার সুযোগ রয়েছে এই সাইটে। এই সাইটটি সম্পূর্ন বাংলা ভাষায় তৈরী করা হয়েছে।



এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যান্য সদস্যদের কাছে থেকে পেতে পারবেন। মোবাইল ডেস্কটপ দুটি ভার্সনেই এই সাইটি ব্যবহার করা যায়। ইমেইল এড্রেস ও পাসওয়ার্ড দিয়ে একাউন্ট করে সকল প্রশ্ন, উত্তোরিত, অনুত্তোরিত, বিভাগসমূহ, সদস্যবৃন্দ, প্রশ্ন করুন, পেমেন্ট সহ সহজেই যে কোনো প্রশ্ন উত্তর খুজে বের করার জন্য সার্চ অপশন রয়েছে। প্রশ্নের উত্তর দিয়ে পয়েন্ট সংগ্রহের মাধ্যমে টাকাও ইনকাম করা যায় এই সাইট থেকে। এটি বাংলাভাষীদের জন্য একটি উন্মুক্ত শিক্ষামূলক প্রশ্নোত্তর প্লাটফর্ম। বাংলা ভাষায় সমস্যা সমাধানের উন্মুক্ত শিক্ষামূলক প্লাটফর্ম গড়ে তোলাই এই সাইটের মূল উদ্দেশ্য।





আন্সফেয়ার এমন একটি অনলাইন প্লাটফর্ম, যেখানে আপনি সকল প্রশ্নের উত্তর দিতে পারবেন। আপনার অজানা যে কোনো প্রশ্নের উত্তর পেতেও সাহায্যে করবে। হাজারো প্রশ্ন ও উত্তর প্রদানের মাধ্যমে এই সাইটটি দিন দিন জনপ্রিয়তার দিকে ধাবিত হচ্ছে। সাইটে যে কোনো কিছুতে অংশগ্রহন করার জন্য আপনাকে নাম ঠিকানা ও ইমেইলের মাধ্যমে একাউন্ট খুলতে হবে।


২০. Tollashi.net

অসাধারণ একটি প্রশ্ন উত্তর সাইট হলো তল্লাশি.নেট। নতুন  কিছু খোজার মনমানুষিকতা থাকলে সোজা চলে আসুন এই সাইটে। নতুন নতুন সমস্যার সমাধান পাওয়ার জন্য আপনার নাম ঠিকানা ও ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্ট খুলে সাইটে অবদানে অংশীদার হতে পারেন।

আমার ব্যাক্তিগত রিসার্চ থেকে বাংলাদেশের জনপ্রিয় ২০ টি বাংলা প্রশ্ন উত্তর সাইট সম্পর্কে আলোচনা করেছি। বাংলা সকল প্রশ্ন উত্তর সাইট নিয়ে করা লেখাটি সম্পর্কে আপনার গুরুত্বপূর্ন মতামত আশা করছি। লেখায় কোনো প্রকার তথ্যগত ভুল থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।


০১. কোয়ারা/বাংলা (Quora.com)

০২. বিষয় আনসার (Bissoy answer.com)

০৩. আস্ক প্রশ্ন (Ask Proshno.com)

০৪. ইনলেজ (Enolez.com)

০৫. নির্ভিক (Nirbik.com)

০৬. বেশতো (Beshto.com)

০৭. আস্ক আন্স.কম (Ask-ans-com)

০৮. আন্স বাংলা (Ansbangla.com)

০৯. হেল্পফুল হাব (Helpfulhub.com)

১০. প্রশ্নউত্তর.কম (Posnouttar.com)

১১. প্রশ্নকরি.কম (Prosnokori.com)

১২. ইসলামকা.ইনফো/বাংলা (Islamqa.info/bn)

১৩. অদৃশ্যলেখক.কম (Odrisholekhokh.com)

১৪. ইভেনআনসার.কম/বাংলা (Evenanswer.com/bangla)

১৫. আস্কপড়ুয়া.কম (Askporua.com)

১৬. ইপ্রশ্ন.কম (Eprosno.com)

১৭.  অন্বেষা (Anwesa.xyz)

১৮. আন্সবিডি.ক্লাব (Ansbd.club)

১৯. আন্সফেয়ার.কম (Ansfair.com)

২০. তল্লাশি.নেট (Tollashi.net)








লেখক : মামুন সরকার
ব্লগার ও ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর।

2 মন্তব্যসমূহ

নামহীন বলেছেন…
Thank you for the nice post ASK2ANS .



Thank you for the nice post mkjbd .



নামহীন বলেছেন…
SureAns.com কে লিস্টে রাখা উচিত ছিল । এটা জদিও নতুন ।
নবীনতর পূর্বতন