সর্বশেষ বাংলাদেশের জনপ্রিয় ১১টি  সংবাদপত্র

১. প্রথম আলো www.prothomalo.com

প্রথম আলো পত্রিকা বাংলাদেশের সকল সংবাদপত্রের মধ্যে ওয়েবসাইট র‌্যাঙ্কিং এবং পাঠকদের পছন্দের মধ্যে রয়েছে সবার শীর্ষে মানে ১ম স্থানে প্রথম আলো পত্রিকাটি। এই পত্রিকাটির ওয়েবসাইট ভিত্তিক র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সকল ওয়েবসাইটের মধ্যে তার অবস্থান ৬ নাম্বারে। আন্তজার্তিক র‌্যাঙ্কিংয়ে রয়েছে ২,৯৮৪ তম স্থানে। প্রথম আলোর মাসিক ভিজিটর প্রায় ২২.৮৯ মিলিয়ন। প্রথম আলো পত্রিকার ৮৬% এর অধিক ভিজিটর আসে ফেসবুক সোর্স থেকে। ইউটিউব থেকে ভিজিটর আসে ১০% এবং প্রথম আলোর ৭৩% ভিজিটর মূলত বাংলাদেশ থেকে ভিজিট করে থাকে। ভিজিটরদের মধ্যে ৬২.৫০% মোবাইল থেকে বাকি ৩৭.৫০% ডেস্কটপ থেকে।


২. বাংলাদেশ প্রতিদিন www.bd-pratidin.com

ওয়েবসাইট র‌্যাঙ্কিং হিসেবে দ্বিতীয় অবস্থান বাংলাদেশ প্রতিদিনের। বাংলাদেশের ওয়েবসাইট ভিত্তিক র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ প্রতিদিনের র‌্যাঙ্ক ১৩ নাম্বারে, আন্তজার্তিক র‌্যাঙ্ক ৮,৩১৩ তম। বাংলাদেশ প্রতিদিনের ভিজিটর সংখ্যা ফেসবুক সোর্স  থেকে ৮০% এবং ইউটিউব থেকে ১৮% বাকি ২% অন্যান্য মাধ্যম থেকে। ভিজিটর সংখ্যা বাংলাদেশ থেকে প্রায় ৯০% বাকি ১০% বিভিন্ন দেশ থেকে, সবমিলিয়ে বাংলাদেশ প্রতিদিনের মাসিক ভিজিটর সংখ্যা প্রায় ৫ মিলিয়ন।


বাংলাদেশের জনপ্রিয় ১১টি  দৈনিক জাতীয় সংবাদপত্র

৩. কালের কন্ঠ www.kalerkantho.com

ওয়েবসাইট ভিত্তিক র‌্যাঙ্কিং হিসেবে কালের কন্ঠ পত্রিকার অবস্থান ৩য় স্থানে। কালের কন্ঠ পত্রিকা ওয়েবসাইট ভিত্তিক র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সকল ওয়েবসাইটের মধ্যে অবস্থান ২৪তম। আন্তজার্তিক র‌্যাঙ্কিংয়ে রয়েছে ১০,২১৬ তম অবস্থানে। কালের কন্ঠের মাসিক ভিজিটর প্রায় ৬.০৮ মিলিয়ন। ৮৬% এর অধিক ভিজিটর আসে ফেসবুক থেকে। ইউটিউব থেকে ভিজিটর আসে ১২% কালের কন্ঠের ৭৬% ভিজিটর মূলত বাংলাদেশ থেকে। বাকি ২৬% ভিজিটর বিভিন্ন দেশ থেকে ভিজিট করে থাকে।


৪. দৈনিক যুগান্তর www.jugantor.com

যুগান্তর পত্রিকা বাংলাদেশের সংবাদপত্রের মধ্যে ওয়েবসাইট ভিত্তিক র‌্যাঙ্কিংয়ে রয়েছে ৪র্থ অবস্থানে। এই পত্রিকাটির ওয়েবসাইট ভিত্তিক র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সকল ওয়েবসাইটের মধ্যে তার অবস্থান ২৮ নাম্বারে। আন্তজার্তিক র‌্যাঙ্কিংয়ে রয়েছে ১১,৬৯১ তম স্থানে। যুগান্তরের মাসিক ভিটিজর প্রায় ৫.৩১ মিলিয়ন। ৮৭% এর অধিক ভিজিটর আসে ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে ভিজিটর আসে ১১% ভিজিটর।  যুগান্তরের ৭৮% ভিজিটর মূলত বাংলাদেশ থেকে ভিজিট করে থাকে। বাকি ২২% ভিজিটর বিভিন্ন দেশ থেকে ভিজিট করে থাকে।


৫. ২৪ লাইভ নিউজ পেপার.কম 24livenewspaper.com

বাংলাদেশের জনপ্রিয়  সংবাদপত্রের মধ্যে ২৪লাইভ নিউজ পেপার.কম রয়েছে ৫ম অবস্থানে। ২৪লাইভ নিউজ পেপার .কম ওয়েবসাইট ভিত্তিক র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সকল ওয়েবসাইটের মধ্যে অবস্থান ৫৯তম। আন্তজার্তিক র‌্যাঙ্কিংয়ে রয়েছে ২৫,৮২৩তম অবস্থানে। ২৪লাইভ নিউজ পেপার .কম এর মাসিক ভিজিটর প্রায় ২.০৪ মিলিয়ন। ৫৮% এর অধিক ভিজিটর আসে ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে ভিজিটর আসে ৩৯% ২৪লাইভ নিউজ পেপার .কম এর ৮৫% ভিজিটর মূলত বাংলাদেশ থেকে। বাকি ১৫% ভিজিটর আসে বিভিন্ন দেশ থেকে।


৬. দৈনিক সমকাল samakal.com

বাংলাদেশের জনপ্রিয়  সংবাদপত্রের মধ্যে দৈনিক সমকাল  রয়েছে ৬ষ্ঠ অবস্থানে। দৈনিক সমকাল পত্রিকা ওয়েবসাইট ভিত্তিক র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সকল ওয়েবসাইটের মধ্যে ৬৩তম।আন্তজার্তিক র‌্যাঙ্কিংয়ে রয়েছে ৩২,৬৮৫ তম অবস্থানে। দৈনিক সমকালের মাসিক ভিজিটর প্রায় ১.৬২ মিলিয়ন। ৯০% এর অধিক ভিজিটর আসে ফেসবুক থেকে। ইউটিউব থেকে ভিজিটর আসে ৬%। বাকি ৪% ভিজিটর আসে অন্যান্য সোর্স কোয়ারা, হোয়াটসএ্যাপ থেকে।  যুগান্তরের ৮৪% ভিজিটর মূলত বাংলাদেশ থেকে। বাকি ১৬% ভিজিটর বিভিন্ন দেশ থেকে ভিজিট করে থাকে।



৭. দৈনিক মানবজমিন mzamin

বাংলাদেশের জনপ্রিয়  সংবাদপত্রের মধ্যে দৈনিক মানবজমিন রয়েছে ৭ম অবস্থানে। দৈনিক মানবজমিন পত্রিকা ওয়েবসাইট ভিত্তিক র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সকল ওয়েবসাইটের মধ্যে রয়েছে ৬৮তম অবস্থানে। আন্তজার্তিক র‌্যাঙ্কিংয়ে রয়েছে ২৫,৫৮৭ তম অবস্থানে। দৈনিক মানবজমিনের মাসিক ভিজিটর প্রায় ২.১৩ মিলিয়ন। ৯৭% এর অধিক ভিজিটর আসে ফেসবুক থেকে। ইউটিউব থেকে ভিজিটর আসে ২% বাকি ১% ভিজিটর বিভিন্ন সোর্স থেকে ভিজিট করে থাকে।দৈনিক মানবজমিনের ৬৪% ভিজিটর মূলত বাংলাদেশ থেকে। বাকি ২৬% ভিজিটর বিভিন্ন দেশ থেকে ভিজিট করে থাকে।



৮. দৈনিক আমাদের সময়.কম dainikamadershomoy.com

বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্রের মধ্যে দৈনিক আমাদের সময়.কম রয়েছে ৮ম অবস্থানে। দৈনিক আমাদের সময়.কম পত্রিকা ওয়েবসাইট ভিত্তিক র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সকল ওয়েবসাইটের মধ্যে অবস্থান ৯০তম। আন্তজার্তিক র‌্যাঙ্কিংয়ে রয়েছে ৩৭,৯৫৩ তম অবস্থানে। দৈনিক আমাদের সময়.কম এর মাসিক ভিজিটর প্রায় ১.১৭ মিলিয়ন। ৮৫% এর অধিক ভিজিটর আসে ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে ভিজিটর আসে ১২% বাকি ৩% ভিজিটর অন্যান্য সোর্স কোয়ারা, বিভিন্ন প্রশ্ন উত্তর সাইট থেকে এসে থাকে।  দৈনিক আমাদের সময়.কম এর ৭৭% ভিজিটর মূলত বাংলাদেশ থেকে। বাকি ২৩% ভিজিটর বিভিন্ন দেশ থেকে ভিজিট করে থাকে।



৯. দৈনিক ইনকিলাব dailyinqilab

বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্রের মধ্যে দৈনিক ইনকিলাব রয়েছে ৯ম অবস্থানে। দৈনিক ইনকিলাব পত্রিকা ওয়েবসাইট ভিত্তিক র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সকল ওয়েবসাইটের মধ্যে অবস্থান ১০৫তম। আন্তজার্তিক র‌্যাঙ্কিংয়ে রয়েছে ৪৪,৬৫১ তম অবস্থানে। দৈনিক ইনকিলাবের মাসিক ভিজিটর প্রায় ১.১৫ মিলিয়ন। ৯৯% এর অধিক ভিজিটর আসে ফেসবুক থেকে। ইউটিউব থেকে ভিজিটর আসে ১% দৈনিক ইনকিলাব ৮১% ভিজিটর মূলত বাংলাদেশ থেকে। বাকি ১৯% ভিজিটর আসে অন্যান্য দেশ থেকে।



১০. দৈনিক জনকন্ঠ dailyjanakantha

বাংলাদেশের জনপ্রিয়  সংবাদপত্রের মধ্যে জনকন্ঠ রয়েছে ১০ম অবস্থানে। দৈনিক জনকন্ঠ পত্রিকা ওয়েবসাইট ভিত্তিক র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সকল ওয়েবসাইটের মধ্যে ৪১৯তম।আন্তজার্তিক র‌্যাঙ্কিংয়ে রয়েছে ১৩৩,১৭৩ তম অবস্থানে।  জনকন্ঠের মাসিক ভিজিটর প্রায় ৩০২.০৪ (প্রায় ৩ লক্ষ ৩ হাজার)  লক্ষ। ৯৮% এর অধিক ভিজিটর আসে ফেসবুক থেকে। লিঙ্কডিন থেকে ভিজিটর আসে ১% দৈনিক জনকন্ঠের ৬৮% ভিজিটর মূলত বাংলাদেশ থেকে ভিজিট করে থাকে। বাকি ৩২% বিভিন্ন দেশ থেকে ভিজিট করে থাকেন।
 


১১. দৈনিক সংগ্রাম dailysangram.com

বাংলাদেশের জনপ্রিয়  সংবাদপত্রের মধ্যে দৈনিক সংগ্রাম রয়েছে ১১ম অবস্থানে। দৈনিক সংগ্রাম পত্রিকা ওয়েবসাইট ভিত্তিক র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সকল ওয়েবসাইটের মধ্যে রয়েছে ৬৩০ তম। আন্তজার্তিক র‌্যাঙ্কিংয়ে রয়েছে ২০৪,৪২৪ তম অবস্থানে। দৈনিক সংগ্রামের মাসিক ভিজিটর প্রায় ২০৪.০৮  লক্ষ (দুেই লক্ষ ৪ হাজার) । ৯৮% এর অধিক ভিজিটর আসে ফেসবুক থেকে। ইউটিউব থেকে ভিজিটর আসে ১%  বাকি ১% অন্যান্য সোর্স থেকে এসে থাকে।  সংগ্রামের ৮৬% ভিজিটর মূলত বাংলাদেশ থেকে ভিজিট করে থাকে। বাকি ১৪% ভিজিটর বিভিন্ন দেশ থেকে ভিজিট করে থাকে।




লেখক :
মামুন সরকার

Post a Comment

নবীনতর পূর্বতন