অনলাইন থেকে আয়
অনলাইন থেকে ইনকাম বা আয় এই শব্দটি প্রতিদিন হাজারো মানুষ সার্চ করে থাকে, কেনো সার্চ করে জানেন? কারন তারা অনলাইন থেকে আয়ের পদ্ধতি শিখে আয় করতে চায়, কিভাবে অনলাইন থেকে আয় করবে তা শিখতে চায়। ইন্টারনেটের সহজ লভ্যতার কারনে মানুষ ঝুকছে অফলাইন থেকে অনলাইনে। ইন্টারনেট যে কতটা প্রভাব ফেলেছে আমাদের উপর, জীবন যাত্রার দিকে খেয়াল করলেই বুঝা যায়। প্রযুক্তির উন্নতি সাথে সাথে মানুষ গুলিও যেন যন্ত্র হয়ে যাচ্ছে। এখন আর হাজার মাইলের দুরে গিয়ে কেউ চাকুরি করার কথা ভাবেনা। ঘরে বসে কিভাবে আয় করা যায় সেটির দিকেই প্রাধান্য দিচ্ছে বেশি। অনলাইন থেকে আয়ের নিজস্ব কৌশল খুজছে মানুষ। অনেকের অনলাইন আয়ের পথ ইতিমধ্যে তৈরী হয়ে গেছে। আর যারা এখনও শুরু করতে পারেনি তারাই হয়তো এই আর্টিকেলটি পড়ছেন। না হলে “অনলাইন থেকে আয়” লিখে কেনো সার্চ করেছেন!! যাই হোক আপনাকে স্বাগতম। অনলাইন থেকে আয়ের যেমন অসংখ্যা রাস্তা রয়েছে, রয়েছে তেমনি প্রতারিত হওয়ার সুযোগ। রাতারাতি কোটি হওয়ার স্বপ্ন দেখে পরের দিন রাস্তায় বসতে হয়। পৃথিবীর কোথাও রাতারাতি কোটিপতি হওয়ার সুযোগ নেই। যদি না চুরি, ডাকাতি, ছিনতাই, টেন্ডারবাজি,চাদাবাজি না করে। তাহলে হয়তো বলতে পারেন এখন যারা কোটিপতি আছে তারা কিভাবে হয়েছে। আপনি যদি সঠিক খোজ নিয়ে দেখেন, তাহলে দেখবেন কোটিপতি সকলেরই পিছনের গল্পগুলো আপনাকে একটু হলেও নাড়া দেবে। যাই হোক সেদিকে যাচ্ছি না।
আজকের বিষয় হচ্ছে অনলাইন
থেকে আয়, সে বিষয় নিয়েই কথা বলবো।
হাজারো অনলাইন আয়ের প্লাটফর্মের মধ্যে উল্লেখযোগ্য কিছু মাধ্যম হলো,
- ওয়েবসাইট থেকে আয়,
- ব্লগিং সাইট থেকে আয়,
- ফ্রিল্যান্সিং করে আয়,
- সিপিএ মার্কেটিং করে আয়,
- এ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়,
- অনলাইন সার্ভে করে আয়,
- প্রোগ্রামিং করে আয়,
- গুগল এডসেন্স দিয়ে আয়,
- কনটেন্ট রাইটিং করে আয়,
- পিটিসি সাইট থেকে আয়,
ওয়েবসাইট থেকে আয়,
ওয়েবসাইট থেকেও আয় করা যায়? হ্যা আপনি ঠিকই শুনছেন। কিন্তু কিভাবে? আপনারা একটু খেয়াল করে দেখবেন প্রায়ই আমরা টেলিভিশন, রেডিও, পত্রিকা অথবা পোস্টারের মাধ্যমে দেখতে পাই তাদের ওয়েবসাইটটি ভিজিট করার জন্য বিজ্ঞাপন দিয়ে থাকে। আরেকটি উদাহরণ যদি দেখাই, তাহলে দেখবেন বাংলাদেশের একটি ওয়েবসাইট বিক্রয় ডট কম এই ওয়েবসাইটি ভিজিট করার জন্য কত দিন হবে বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে টিভিতে। এতে তাদের লাভ কি? তাহলে বলি লাভ কি এবং কিভাবে? আপনি যদি একজন অনলাইন সার্চ এক্সপার্ট হয়ে থাকেন তাহলে যেকোনো একটি ওয়েবসাইট ব্রাউজ করে দেখুনতো সেখানে ডানে বামে উপরে নিচে কোনা প্রকার এডভারটাইস সো করছে কিনা। নিশ্চই হ্যা বলবেন। সেটাই হচ্ছে অনলাইন ইনকামের কারিশমা। তাহলে কিভাবে? গুগল এডসেন্সের নিয়ম অনুযায়ী তাদের ওয়েবসাইটে গুগল থেকে সার্চ করে ভিজিটর আসে এবং ওয়েবসাইটের যাবতীয় লেখা গুলো দেখে এবং পড়ে তাহলে গুগল এডসেন্সের মাধ্যমে আপনার ইনকাম জেনারেট হবে। ইনকাম জেনারেট করার জন্য প্রথমে আপনাকে গুগর এডসেন্সে আবেদন করতে হবে। এডসেন্স থেকে অনুমোদন করার পর আপনার ওয়েবসাইটে এড বসিয়ে দিলেই শুরু হয়ে যাবে আপনার ইনকাম। তবে ইনকাম করার জন্য অবশ্যই আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়াতে হবে। ভিজিটর বাড়াতে হলে অবশ্যই আপনাকে এসইওতে এক্সপার্ট হতে হবে। গুগলের বিজ্ঞাপন যখন সাইটে দেখানো শুরু হবে এবং তাতে ক্লিক পড়বে, তখন আয় আসতে শুরু করবে। ওয়েবসাইটে ট্রাফিক বা দর্শক যত বেশি হবে, আয়ের পরিমাণ তত বাড়বে।
এখন আসা যাক
কিভাবে শুরু করবেন ওয়েবসাইট থেকে আয়?
অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়
- গ্রাফিকস ডিজাইন
অনলাইনে ঘরে বসে আয়ের ক্ষেত্রে গ্রাফিকস ডিজাইনের মাধ্যমেও আয় করাও হতে পারে ভালো উপায়। যাঁরা এই কাজে দক্ষ, তাঁরা বিভিন্ন ডিজাইন অনলাইন মার্কেটপ্লেসগুলোতে দিয়ে রাখেন। তাদের ডিজাইন কারো পছন্দ হলে ক্রেতা সেটি ক্রয় করার জন্য অফার করে এবং ডিজাইনার টাকার বিনিময়ে এটিকে বিক্রি করে থাকেন। এই বিক্রি থেকে তাঁদের আয় আসে। তাঁদের তৈরি একটি পণ্য অনেকবার বিক্রি হয়, অর্থাৎ একটি ভালো নকশা থেকেই দীর্ঘদিন পর্যন্ত আয় হতে থাকে। অনলাইনে এ ধরনের অনেক ওয়েবসাইটে গ্রাফিকসের কাজ বিক্রি করা যায়। এ ছাড়া অনলাইন মার্কেটপ্লেসগুলোতেও গ্রাফিকস ডিজাইনারদের অনেক চাহিদা রয়েছে।
· অনুবাদ
করে আয়
আন্তজার্তিক যোগাযোগ বৃদ্ধির সাথে সাথে মানুষের মধ্যে শিখার আগ্রহও দিন দিন বেড়েই চলেছে। ইংরেজির পাশাপাশি অন্য কোনো ভাষা ভালোভাবে জানা থাকলে সেই দক্ষতা কাজে লাগিয়ে আয় করতে পারেন। বেশ কিছু ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন ডকুমেন্ট অনুবাদ করে আয় করতে পারেন। যাঁদের স্প্যানিশ,মালাই, তামিল, নেপালি, হিন্দি, ফ্রেঞ্চ, আরবি, জার্মানসহ অন্যান্য ভাষা জানা আছে এবং এগুলো থেকে ইংরেজিতে অনুবাদ বা ইংরেজি থেকে এসব ভাষায় অনুবাদ করতে পারলে ভালো আয় করতে পারবেন। অনেক সময় কাজদাতারা নিজে সময়ের অভাবে অনুবাদের কাজ ফ্রিল্যান্সারদের দিয়ে করিয়ে নেন। ফ্রিল্যান্সিং সাইটগুলোতে এ ধরনের হাজারো কাজ পাবেন যারা শুধু ভাষা অনুবাদের কাজ করে থাকে।
- ওয়েব ডেভেলপার হয়ে আয় করুন।
এখনকার অনলাইনের কাজের ক্ষেত্রে ওয়েব ডিজাইনের চাহিদা ব্যাপক। আর আপনি যদি কোডিং জানেন তাহলেতো কথাই নেই। কোনো প্রজেক্টে ২০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত সহজে আয় করা যায়। সব ব্যবসায়ী প্রযুক্তিপ্রেমী নন। নিজেদের ওয়েবসাইট তৈরিতে তাঁদের ওয়েব ডিজাইনারের দরকার পড়ে। যাঁরা ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করতে চান নিজেদের ওয়েবসাইট খুলে সেখান থেকেই ছোট ব্যবসা দাঁড় করাতে পারেন। ওয়েবসাইট তৈরিতে এখন কোডিং আর ওয়েব ডিজাইন দুটিই গুরুত্বপূর্ণ। এ ছাড়া ওয়েবসাইট ব্যবস্থাপনা ও হালনাগাদের জন্যও ওয়েব ডিজাইনারকে দরকার পড়ে। ফলে ডিজাইনারকে বসে থাকতে হয় না। ক্লায়েন্ট ও কাজের ওপর ভিত্তি করে ওয়েব ডিজাইনারের আয় বাড়তে থাকে। তাছাড়াও অনলাইনে এমন অনেক সাইট আছে যেগুলোর মাধ্যমে ওয়েবসাইট বানাতে কোনো প্রকার কোডিং করা শিখা লাগেনা। যেমন ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি অনেক ভালো মানের প্রফেশনাল ওয়েবসাইট তৈরী করতে পারবেন।
- কনটেন্ট রাইটিং
আপনি যে আর্টিকেল এখন পড়তেছেন এটিও একটি কনটেন্ট। আপনিও ইচ্ছা করলে এরকম আর্টিকেল লিখে আয় করতে পারেন।
কনটেন্ট রাইটিং, যাঁরা লেখালেখিতে ভালো এবং একাধিক ভাষায় সাবলীল লিখতে পারেন, তাঁদের কাজের জন্য বসে থাকতে হয়
না। এই যেমন দেখুন আপনি
যে এই আর্টিকেলটি পড়ছেন সেটিকেও কিন্তু একটি কনটেন্ট বলে। এরকম আপনি যদি লিখতে
পারেন তাহলে আপনি অবশ্যই অনলাইন থেকে আয় করতে পারবেন। অনলাইন প্ল্যাটফর্মগুলোতে
কাজ করে বা
লিখে দক্ষতা অর্জন করতে পারেন। আর্টিকেল লেখার মানের ওপর ভিত্তি করে আয় আসে। কাজদাতা নির্দিষ্ট নীতি মেনে লেখার জন্য বলতে পারেন। নির্দিষ্ট বিষয় বা নিশ ধরে নিজের দক্ষতা বাড়াতে পারলে আয়ের ধারা বেড়ে যায়।
- ইউটিউব থেকে আয়
বর্তমান সময়ের জনপ্রিয় আয়ের মাধ্যম হচ্ছে ইউটিউবিং। যাঁরা ব্লগ লিখে আয় করতে স্বাচ্ছন্দ নন, তাঁরা ক্যামেরার সাহায্য নিয়ে ভিডিও থেকে আয় করতে পারেন। এ জন্য অবশ্য সৃজনশীল আর ভালো সম্পাদনা জানতে হবে। নিজের ইউটিউব চ্যানেল খুলে তাতে ভিডিও আপলোড করে সেখান থেকে আয় করতে পারেন।
তবে আপনি যদি একটু বুদ্ধি খাটান তাহলে একটি ডিলে দুই পাখি মারতে পারেন। কিভাবে? হ্যা এটাই বলছি, আপনি একটু খেয়াল করে দেখবেন অনেক ব্লগ সাইটের আর্টিকেলের মধ্যে ভিডিও এড করা বা এম্বেড করা থাকে। এটাই হলো মূল টেকনিক। যারা ইউটিউবের জন্য ভিডিও বানানোর জন্য পুরো কথাগুলো ব্লগ সাইটে প্রকাশ করে থাকে। ব্লগে প্রকাশ করার পর হুবহু সেই কথা গুলো ক্যমেরার সামনে বলার চেস্টা করে। এতে করে যারা পড়তে পারেনা তারা ভিডিও মাধ্যমে শিখে অথবা যারা ভিডিও দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেনা তারা আর্টিকেল থেকে শিখে নেয়। আশা করি বুঝতে পেরেছেন। আপনিও এভাবেই শুরু করতে পারেন। আপনার চ্যানেল কোন ক্যাটাগরির এবং তাতে কোন ধরনের ভিডিও রাখবেন, তা
আগেই ঠিক করে রাখুন। যে বিষয়ে মানুষের আগ্রহ বেশি, সেই বিষয়ে ভিডিও না রাখলে মানুষ তা দেখবে না। ভিডিও না দেখলে আয় হবে না। বিষয়টি অনেকটাই ব্লগের মতো। তবে এ
ক্ষেত্রে কনটেন্ট হচ্ছে ভিডিও। চ্যানেলের সাবসক্রাইবার ও
ভিডিও দেখার সময় বাড়লে আয়ের সম্ভাবনা বাড়বে। প্রতি হাজার ভিউয়ের হিসাবে গুগল থেকে অর্থ পাবেন।
- পিটিসি সাইট থেকে আয়
পেইড টু ক্লিক (পিটিসি) হ'ল একটি অনলাইন ব্যবসায়িক মডেল যা লক্ষ্য করে লোকদের কাছ থেকে অনলাইন ট্র্যাফিক আকর্ষণ করে থাকে। অনেক ওয়েবসাইট আছে, যাতে রাখা বিজ্ঞাপনে ক্লিক করলে আপনাকে অর্থ দেওয়া হবে। এ
ধরনের সাইটকে পিটিসি সাইট বলে। প্রকল্প শুরুর আগে নিবন্ধন করতে হয়। তবে মনে রাখতে হবে পিটিসি সাইটগুলো বেশির ভাগ ভুয়া হয়। তাই কাজের আগে নিশ্চিত হতে হবে সেটি প্রকৃত সাইট কি না। অনেক সময় বন্ধুতে রেফারেন্স দিয়ে আয় করতে পারেন।
উপরে উল্লেখিত সকল আয়ের মাধ্যম থেকে কিভাবে পেমেন্ট নিবেন? অনলাইনে যেমন হাজারো আয়ের মাধ্যম আছে তেমনি আয়ের টাকা পেমেন্ট নেওয়ারও অনেক পদ্ধতি রয়েছে। যেমন কেউ কেউ অনলাইন হতে সহজে আয় করে আয়ের টাকা বিকাশে পেমেন্ট নেয়। কেউ পেমেন্ট নেয় ব্যাংকের মাধ্যমে কেউবা আবার ক্রেডিট কার্ডের মাধ্যমে।
আপনাদের সুবিধার জন্য জনপ্রিয় কিছু কিওয়ার্ড এড করে দিলাম। চাইলে এই কিওয়ার্ডগুলো দিয়েও সার্চ করে বিভিন্ন সাইট থেকে কন্টেন্ট পড়ে আসতে পাবেন।
- ওয়েবসাইট থেকে আয়অনলাইন পত্রিকা থেকে আয়
- অনলাইনে আয় ২০২০
- অনলাইনে আয় বিকাশে পেমেন্ট 2019
- অনলাইন থেকে আয় করার উপায়
- ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়
- মোবাইলে অনলাইনে আয় ২০২০
- টাকা আয় করার
- মোবাইলে অনলাইনে আয় ২০২০
- অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট
- অনলাইনে আয়ের সহজ পদ্ধতি
- ছাত্রদের জন্য অনলাইনে আয়
- অনলাইন ইনকাম মোবাইল দিয়ে ২০২০
- অনলাইনে আয় বিকাশে পেমেন্ট ২০২০
- এড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট
- মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে পেমেন্ট
- অনলাইন ইনকাম সাইট ২০২০
- অনলাইনে আয় বিকাশে পেমেন্ট 2019
- অনলাইনে আয় ২০২০
- ফ্রি টাকা ইনকাম
- অনলাইনে টাকা আয় রকেটে পেমেন্ট
- অনলাইনে আয় বিকাশে পেমেন্ট ২০২০