ফ্রি উইন্ডোজ একটিভেশন
সম্পূর্ন ফ্রিতে কিভাবে আপনার কম্পিউটারের সেটাপকৃত উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে একটিভেট করবেন এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখানোর চেস্টা করবো। আশা করি পুরো আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়বেন। তাছাড়াও ভিডিও আকারেও উইন্ডোজ একটিভেট করার পদ্ধতিটি দেখিয়েছি আপনারা চাইলে ভিডিওটি দেখেও আপনার উইন্ডোজটিকে একটিভেট করে নিতে পারেন। চলুন শুরু করা যাক।
প্রথমে আপনার কম্পিউটার থেকে ইন্টারনেট কানেকশানটি নিশ্চিত করুন। আপনার পিসিতে ইন্টারনেট কানেকশান হয়ে গেলে এখন আপনার পিসি থেকে যেকোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করুন। তারপর ব্রাউজারের সার্চ বক্সে লিখুন bit.ly/windowstxt এর এন্টার চাপুন।
এন্টার দেওয়ার পর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে, মানে কিছু কোডের মতো লেখা আসবে এখন আপনি এই কোডগুলোকে সিলেক্ট করে কপি করে নিন।
কপি করার পর আপনার পিসি থেকে নোট প্যাডটি চালু করুন এবং নোট প্যাডের ভিতর লেখা গুলোকে পেস্ট করুন। পেস্ট করার পর সেভ এসে গিয়ে ক্লিক করুন।
ক্লিক করার পর ফাইলের নাম আপনার পছন্দ মতো যে কোনো নাম দিতে পারেন। তবে মনে রাখবেন ফাইলের যা কিছুই দেন না কেনো ফাইলের শেষে .cmd লিখে সেভ করুন ।
ফাইলটি সেভ হয়ে গেলে সরাসরি ওপেন না করে সোজা চলে যান আপনার কম্পিউটারের উইন্ডোজ সিকিউরিটিতে এখান থেকে উইন্ডোজ ফায়ার ওয়েলের সকল অপশন গুলো অফ করে দিন।
সব গুলো অফ করা হয়ে গেলে এখন আপনি যেখানে ফাইলটিকে সেভ করেছেন সেখান থেকে সেভ এস এডমিনিট্রেট্ররে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে দিকে দেখতে পাবেন উইন্ডোজটি একটিভেটিং লেখা দেখাচ্ছে, যতক্ষন পর্যন্ত উইন্ডোজটি একটিভেট সাকসেসফুল না হবে ততক্ষন পর্যন্ত অপেক্ষা করুন। সাকসেস হয়ে গেলে আপনার পিসিতেটি রিস্টার্ট দিন।
এবার আপনি চেক করে দেখতে পারেন উইন্ডোজটি একটিভ হয়েছে কিনা। আশা করি সব গুলো পদ্ধতি অনুসরন করলে উইন্ডোজটি খুজ সহজেই একটিভেট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন।
ধন্যবাদ।