সেরা ৫টি মোবাইল এ্যাপস

মালয়েশিয়ায় বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ও সেরা ৫ টি এ্যাপস নিয়ে থাকছে আজকের আর্টিকেল। চলুন জেনে নিই এক এক করে।

১. লাজাডা (Lazada)

Lazada হচ্ছে মালয়েশিয়ার একটি অনলাইন শপিং মাধ্যম। মালয়েশিয়ায় প্রবাসি বাংলাদেশীদের সবচেয়ে জনপ্রিয় একটি মোবাইল এ্যাপস হচ্ছে লাজাডা (Lazada), এই এ্যাপের মাধ্যমে রুম থেকে যে কোনো প্রয়োজনীয় পন্য সামগ্রী অর্ডার করলে আপনার রুমে পৌছে যাবে আপনার কাঙ্খিত পন্যটি। এই এ্যাপের মাধ্যমে মোবাইল, টিভি, কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, শার্ট , প্যান্ট, জুতা ইত্যাদি অর্ডার করতে পারবেন। এই এ্যাপসটি প্লেস্টোর থেকে এখন পর্যন্ত প্রায় ১৪০ মিলিয়নের উপরে ডাউনলোড করা হয়েছে। এ্যাপটির সাইজ 84 MB থেকে পন্য অর্ডার করতে আপনার যা লাগবে, প্রথমে প্লেস্টোর থেকে এ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপর আপনার ইমেইল এড্রেস দিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর একাউন্ট সেটিং করতে হবে। একাউন্ট সেটিংয়ে আপনার রুমের ঠিকানা দিতে হবে যেখানে আপনার অর্ডারকৃত পন্যটি দিয়ে যাবে। তারপর মোবাইল নাম্বার এড করতে হবে ব্যাংক পেমেন্ট ভেরিফিকেশনের জন্য।

মালয়েশিয়ার সেরা ৫ টি মোবাইল এ্যাপস

২. শপি (Shopee)

লাজাডার মতো এটিও একটি অনলাইন শপিং মাধ্যম, মালয়েশিয়ায় প্রবাসি বাংলাদেশীদের আরেকটি জনপ্রিয় মোবাইল এ্যাপস হচ্ছে শপি (Shopee), এই এ্যাপের মাধ্যমেও রুম থেকে যে কোনো প্রয়োজনীয় পন্য সামগ্রী অর্ডার করলে আপনার রুমে পৌছে যাবে আপনার কাঙ্খিত পন্যটি। এই এ্যাপের মাধ্যমে মোবাইল, টিভি, কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, শার্ট,জুতা ইত্যাদি অর্ডার করতে পারবেন। এই এ্যাপসটি প্লেস্টোর থেকে এখন পর্যন্ত প্রায় ১০ মিলিয়নের উপরে ডাউনলোড করা হয়েছে। এ্যাপটির সাইজ 95 MB থেকে পন্য অর্ডার করতে আপনার যা লাগবে, প্রথমে প্লেস্টোর থেকে এ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপর আপনার ইমেইল এড্রেস দিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর একাউন্ট সেটিং করতে হবে। একাউন্ট সেটিংয়ে আপনার রুমের ঠিকানা দিতে হবে যেখানে আপনার অর্ডারকৃত পন্যটি দিয়ে যাবে। তারপর মোবাইল নাম্বার এড করতে হবে ব্যাংক পেমেন্ট ভেরিফিকেশনের জন্য।

মালয়েশিয়ার সেরা ৫ টি মোবাইল এ্যাপস

৩. গ্রেব (Grab)

মালয়েশিয়ার পরিবহনের জন্য সবচেয়ে জনপ্রিয় এ্যাপস হচ্ছে গ্রেব। এই এ্যাপের মাধ্যমে যে কোনো স্থানে যাওয়া আসা করা যায় খুব সহজেই। এই এ্যাপসটি এখন পর্যন্ত প্লেস্টোর থেকে ১০০ মিলিয়নের উপরে ডাউনলোড হয়েছে। গ্রেবের সাহায্যে আপনি ইচ্ছা করলে যেকোনো খাবারও অর্ডার করে আপনার রুমে নিয়ে পারেন। প্লেস্টোর থেকে ডাউনলোড করে এ্যপটিকে সেটিং করে নিতে হবে। এ্যপসটি সেটিং করতে আপনার মোবাইল নাম্বার লাগবে। গ্রেবে যাতায়াত করতে মাস্টার কার্ড অথবা ক্যাশ টাকাও ব্যাবহার করা যায়।

মালয়েশিয়ার সেরা ৫ টি মোবাইল এ্যাপস

৪. মোসলিমা (Muslima)

এই এ্যাপসটি সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বিদেশীদের কাছে। বিশেষ করে যারা বিয়ে করে নাই তাদের জন্য এ্যাপস অনেক জনপ্রিয়। এই এ্যাপের মাধ্যমে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খুজে নেওয়া যায় খুব সহজেই। এই এ্যাপসটি এখন পর্যন্ত ডাউনলোড হয়েছে ১ মিলিয়নের উপরে। এখানে মূলত যাদের গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ড নেই তারাই এই এ্যাপটি বেশি ব্যাবহার করে থাকে।
মালয়েশিয়ার সেরা ৫ টি মোবাইল এ্যাপস

৫. ওয়েজ (Waze)

মালয়েশিয়ায় ভ্রমনকারীদের কাছে সবচেয়ে জনপ্রিয় সাইট ওয়েজ। যদিও ওয়েজ গুগলের প্রোডাক্ট। এই এ্যাপের মাধ্যমে যে স্থানে লোকেশন স্ট্রেক করে যাওয়া যায়। যেহেতু এটা গুগলের প্রোডাক্ট বুঝতেই পারছেন কেমন হতে পারে। এই এ্যাপসটিও এখন পর্যন্ত গুগল প্লেস্টোর থেকে ১০০ মিলিয়নের উপরে ডাউনলোড করা হয়েছে।

মালয়েশিয়ার সেরা ৫ টি মোবাইল এ্যাপস


পুরো আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।


লেখক :
মামুন সরকার

Post a Comment

নবীনতর পূর্বতন