ডেস্কটপ আইকন শো করেনা।
আমাদের ব্যবহৃত কম্পিউটারের ডেস্কটপের আইকনটি অনেক সময় শো করেনা। এমন অবস্থায় এটিকে অনেক বড় সমস্যা মনে করে থাকে অনেকেই। বিশেষ করে নতুনদের ক্ষেত্রে। খুব সহজেই কিভাবে এই সমস্যাটি আপনি নিজেই ঠিক করে নিতে পারেন এই আর্টিকেলে আমি আপনাদের দেখানোর চেস্টা করবো। আর্টিকেলটি বুঝতে অসুবিধা হলে নিচের ভিডিও দেখে নিতে পারেন। চলুন শুরু করা যাক।
নিচের ছবিতে দেখুন ডেস্কটপে কোনো প্রকার আইকন দেখা যাচ্ছে না। যেমন মাই কম্পিউটার, মাই ডকুমেন্ট, নেটওয়ার্ক এবং রিসাইকেল আইকন গুলো।
তার জন্য প্রথমে আপনার কম্পিউটার থেকে Right বাটনে ক্লিক করে Properties অপশনে ক্লিক করুন।
নিচের ছবির মতো এরকম একটি অপশন আসবে এখান থেকে Change desktop icons এ ক্লিক করুন।
পরবর্তী নিচের ছবির মতো একটি অপশন আসবে এখান চিহ্নিত অনুযায়ী টিক চিহ্ন দিয়ে বাটনে ক্লিক করুন ব্যস , এখন আপনার ডেস্কটপ চেক করে দেখুন।
সম্পূন্ন করার পর দেখতে নিচের ছবির মতো দেখাবে।