পারমালিঙ্ক কি?

Permalink বা Permanent Link বাংলাই যাকে স্থায়ী সংযুক্তি(লিঙ্ক) বলে। একে পারমালিঙ্ক বলা হয় এই কারনে যে এটি কোন লেখা পোস্ট করা হয়ে গেলে এটির সাথে যে লিঙ্ক তৈরি হয় সেটি আর পরিবর্তন করা যায় না।তাই অবশ্যই পোস্ট করার সময় ভালো ভাবে দেখে নিতে হবে লিঙ্ক ঠিক আছে কি না।তবে যারা ইংলিশ ব্লগ করেন তাদের ক্ষেত্রে তেমন কোন সমস্যা হয়না কারন এটি সাধারনত পোস্টের টাইটেলের সাথে মিল করে লিঙ্ক তৈরি করে কিন্তু বাংলার ক্ষেত্রে এটি অটো লিঙ্ক তৈরি করে নিতে পারে না।তাই যদি আপনি বাংলাতে পোস্ট করেন তাহলে অবশ্যই লিঙ্ক দেখতে হবে।

ব্লগার পারমালিঙ্ক কি? কিভাবে পারমালিঙ্ক তৈরী করবো?

পারমালিঙ্কের প্রকারভেদঃ

পারমালিঙ্ক দুই প্রকারঃ

১। অটোমেটিক পারমালিঙ্কঃসাধারনত এটিই সিলেক্ট করা থাকে।অটো সিলেক্ট করা থাকলে পোস্টের টাইটেলের সাথে মিল রেখে লিঙ্ক তৈরি হয়ে যাবে। লিঙ্কটি হবে এমন infoplusbd.com/2020/08/blog-post_29


২। কাস্টম পারমালিঙ্কঃ কাস্টম সাধারনত সিলেক্ট করা থাকে না এটি সিলেক্ট করে নিতে হয়।কাস্টম সিলেক্ট করে আপনি আপনার পছন্দ মত লিঙ্ক তৈরি করে দিতে পারবেন।যদি বাংলাই ব্লগ করেন তবে অবশ্যই কাস্টম সিলেক্ট করে লিঙ্ক তৈরি করে দেবেন।

কিভাবে পারমালিঙ্ক পরিবর্তন করবেনঃ

পারমালিঙ্ক পরিবর্তন করার জন্য আপনি কোন পোস্ট লিখুন তার টাইটেল দিন।এবার ডান পাশে দেখুন Links লেখা আছে।

ব্লগার পারমালিঙ্ক কি? কিভাবে পারমালিঙ্ক তৈরী করবো?

এখানে ক্লিক করুন দেখুন দুইটা অপশন আছে এখান থেকে কাস্টম পারমালিঙ্ক সিলেক্ট করুন এবার আপনার পোস্টের টাইটেলের সাথে মিল রেখে বা আপনার পছন্দমত কোন লিঙ্ক তৈরি করুন।

ব্লগার পারমালিঙ্ক কি? কিভাবে পারমালিঙ্ক তৈরী করবো?

এবার Done এ ক্লিক করুন তাহলে পোস্টের পারমালিঙ্কটি তৈরি হয়ে যাবে। এটি যদি আবার এডিট করতে চান তাহলে Revert to draft ক্লিক করুন তারপর পারমালিঙ্কটিকে পুনরায় এডিট করে পাবলিশ করে দিন।



লেখক :
মামুন সরকার

Post a Comment

নবীনতর পূর্বতন