জিমেইল আইডি যেভাবে খুলবেন
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, টুইটার, ইন্সট্রাগ্রাম, পিনটারেস্ট, বিভিন্ন ওয়েব সাইট খুলতে প্রয়োজন ইমেইল আইডির। এককথায় অনলাইন দুনিয়ায় কাজ করতে হলে অবশ্যই আপনার একটি ইমেইল আইডি থাকতেই হবে।
সহ অনেক ইমেইল প্রোভাইডার কোম্পানি আছে যারা সর্ম্পূন্ন ফ্রিতে ইমেইল আইডি খোলার জন্য সেবা দিয়ে থাকে।জনপ্রিয় একটি ইমেইল প্রোভাইডার হচেছ জিমেইল, জিমেইলের মূলমালিক হচ্ছে গুগল। বুঝতেই পারছেন গুগল বিশ্বব্যাপী কত জনপ্রিয়।সামাজিক যোগাযোগ মাধ্যমে একাউন্ট খোলা সহ বিভিন্ন কাজে ইমেইল আইডির প্রয়োজন হয়। আজকের এই আর্টিকেলে দেখাবে কিভাবে একটি জিমেইল আইডি খুলবেন। চলুন শুরু করা যাক।প্রথমে আপনাকে গুগল থেকে www.gmail.com লিখে সার্চ করতে হবে।
নিচের ছবির মতো একটি অপশন আসবে, এখান থেকে Create an account এ ক্লিক করুন।
নিচের ছবিটি অনুসরন করে আপনার নামের প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তারপর আপনার পছন্দ অনুযায়ী ইমেইল এড্রেস বাছাই এবং সর্বশেষ পাসওয়ার্ড দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করুন। ইউজার নেম মানে ইমেইল এড্রেসটি ইউনিক দেওয়ার চেস্টা করুন। যদি ইতিপূর্বে রেজিস্টারকৃত নাম টাইপ করেন তাহলে আপনার আইডি ক্রিয়েট সফল হবেনা।
নিচের ছবিটি দেখুন, এখানে আমার নাম টাইপ করার পর দেখাচ্ছে This name is taken মানে এই নামে অলরেডি অন্যকেউ জিমেইল আইডি খুলে ফেলেছে। এখানে যেহেতু অন্য কেউ এই নামে জিমেইল খুলে ফেলেছে সেহেতু আপনাকে অবশ্যই ভিন্ন নাম চয়েছ করতে হবে। যতক্ষন পর্যন্ত ভিন্ন নাম মেচিং হবে ততক্ষন পর্যন্ত আপনাকে চেস্টা করতে হবে।
আমি যে নামটি দিয়ে চেস্টা করেছি সেটি দিয়ে হয়নি বিধায় নতুন একটি ইউনিক নাম দেওয়ার পর নিচের ছবিটি খেয়াল করুন That username is taken লেখাটি উঠে গেছে। এরপর পাসওয়ার্ড দিয়ে Next এ ক্লিক করবো।
উপরের ছবিটি দেখুন পাসওয়ার্ড যখন লিখবেন তখন লাল চিহ্নিত চোখটি যদি ডিফল্ট ভাবে এরকম থাকে তাহলে পাসওয়ার্ডটি হিডেন থাকবে। আর যদি টাইপকৃত পাসওয়ার্ডটি দেখতে চান তাহলে টিক চিহ্নটি দিয়ে দিন। নিচের ছবিটি দেখুন টিক চিহ্নটি দেওয়ার পর পাসওয়ার্ডটি পুরো দেখা যাচ্ছে।
Next এ ক্লিক করার পর নিচের ছবি অনুযায়ী পরবর্তী অপশনে এরকম দেখতে পাবেন। এখানে প্রথমে ভেরিফিকেশনের জন্য আপনার মোবাইল নাম্বারটি লিখুন এবং এখন যে জিমেইলটি খুলতেছেন এটি যদি পরবর্তীতে কোনো রকম সমস্যা হয় বা পাসওয়ার্ড ভুলে যান সেটিকে রিসেট করার জন্য অন্য আরেকটি রিকভারি ইমেইল এড্রেস লিখুন। তারপর আপনার জন্ম তারিখ, মাস, এবং জন্ম সাল লিখুন সর্বশেষ আপনার লিঙ্গ লিখুন মানে পুরুষ না মহিলা পুরুষ হলে Male মহিলা হলে Female সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
Send এ ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ফেরিফিকেশন কোড যাবে।
কোডটি মোবাইল থেকে দেখে নিচের মতো ফেরিফিকেশন ঘরে লিখে OK চাপুন। ব্যাস হয়ে গেলো আপনার জিমেইল একাউন্ট খোলা।
এখন আবার Gmail এ গিয়ে আপনার নতুন বানানো ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। নিচের ছবির মতো জিমেইলের হোম পেজে চলে আসবেন। এখান আপনি ইমেইল সেন্ড ,রিসিভ ইত্যাদি কাজ করতে পারবেন। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। যদি পারেন ফলোয়ার বাটনে ক্লিক করে দিয়েন সকল আপডেট সবার আগে পেতে।
মামুন সরকার