কম্পিউটার যারা ব্যবহার করেন তাদের প্রত্যেকেই একটা সমস্যায় পড়ে থাকেন। সমস্যাটি হলো নেটওয়ার্ক ড্রাইভার ইন্সটল করা। কম্পিউটারে নতুন করে উইন্ডোজ সেটাপ করার পর এই সমস্যাটি হয়ে থাকে। যার কারনে নেটওয়ার্ক কানেকশান করা সম্ভব হয় না। বিভিন্ন ইউএসবিও সাপোর্ট করেনা।
আপনিও যদি এই সমস্যায় পড়ে থাকেন নিচের সংক্ষিপ্ত পদ্ধতিটি অনুসরণ করেই সেটাপ করে নিতে পারেন নেটওয়ার্ক ড্রাইভারের সকল সমস্যা।
কিভাবে মেনুয়েলি নেটওয়ার্ক ড্রাইভার ইন্সটল করবেন? প্রথমে মাউসের Right click Computer, and then click Manage এরপর Open Device Manager তারপর Click Browse my computer for driver software এখানে Click Let me pick from a list of device drivers on my computer তারপর Click Have Disk এখানে Click Browse এখানে Point to the inf file in the driver folder, and then click Open সবশেষে Click Next
উপরের পদ্ধতিটি হলো কম্পিউটারের মধ্যে থেকে নির্দেশনা অনুসরণ করে ড্রাইভার আপডেট করা। যদি কম্পিউটারের পদ্ধতি অনুসরণ করেও কাজ না হয় তাহলে আপনি নেটওয়ার্ক ড্রাইভারটিকে কম্পিউটার থেকে ডাউনলোড করে তারপর ইন্সটল করে নিতে পারেন। নিচে একটি ভিডিও লিংক দিয়ে দিলাম ভিডিওটি দেখে আরো সহজেই আপডেট বা সেটাপ করে নিতে পারেন।