মোবাইল দিয়ে যেকোনো ভাষা শিখুন ।
প্রবাসে যারা প্রথম কাজ করতে আসে তাদের অধিকাংশ লোকেরই ভাষা জানা থাকেনা। ভাষা না জানার কারনে প্রথম অবস্থায় অনেকেই অনেক সমস্যার সম্মুক্ষিণ হতে হয়।
আর এই সমস্যার সহজ সমাধান হলো গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট এর মাধ্যমে বিশ্বের প্রায় ১৪৯ দেশের ভাষায় অনুবাদ করা যায়।
এই এ্যপটির সবচেয়ে চমৎকার দিকটি হলো এটি মোবাইলের ক্যামেরা দিয়ে যে কোনো লেখা স্কেন করলে ভাষায় অনুবাদ হয়ে যায়।
গুগল ট্রান্সলেটে হ্যান্ডরাইটিং, ভয়েজ, কনভারসেশন, ক্যামেরা স্কেন করে যে কোনো দেশের ভাষা সহজেই অনুবাদ করা যায়।
অনুবাদকৃত ভাষাটি ইচ্ছা করলে কপি করে ফেসবুক, হোয়াটসএ্যপে পোস্ট করা যায় শেয়ার বাটনের মাধ্যমে।
এ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লেস্টোরে গিয়ে লিখুন তারপর এটিকে আপনার ডিভাইসে ইন্সটল করে শুরু করে দিন ভাষা শিখার প্রতিযোগিতা।
ধন্যবাদ
মামুন সরকার