যে কাজ গুলো করা যাবেনা।
নিজের এডে ক্লিক করা যাবেনা
- প্রকাশকরা তাদের নিজস্ব বিজ্ঞাপনে ক্লিক করতে পারবেনা, গুগল এডসেন্সের নিয়ম অনুযায়ী ইনকাম বাড়ানোর জন্য নিজের সাইটের এডে ক্লিক করতে পারবেন না।
- গুগল এডের সকল প্রকার ক্লিক সম্পূন্ন বিনা প্রচারে হতে হবে। ভিজিটর তাদের ইচ্ছামতো যতবার ইচ্ছা সেই এডে ক্লিক করতে পারবেন। কিন্তু এডের মালিক কখনোই সেই এডে ক্লিক করার ক্ষমতা রাখেনা।
- গুগল এডে কাউকে টাকা দিয়ে ক্লিক করানোর জন্য বলা যাবেনা। টাকা দিয়ে বলতে বুঝানো হয়েছে অনলাইনে অনেক থার্ড পার্টি সফটওয়্যার রয়েছে যেগুলো টাকা দিলে সেই এডে ক্লিক করানোর ব্যবস্থা করে দেয়। এই নিয়মে ক্লিক করলে গুগলের নিয়ম অনুযায়ী তাদের ডাটা বেইজে ধরা পড়ে যায়। এর কারনে ব্লগ সাইটের এডসেন্স এপ্রোভাল গুগল বাতিল করে দেয়।
- ব্যবহারকারীদের তীরচিহ্ন বা অন্য কোনও গ্রাফিক্যাল উপায়ে বিজ্ঞাপনের দিকে দৃষ্টি আকর্ষণ করানো যাবেনা।
- নির্দিষ্ট কোনও বিজ্ঞাপনের পাশে বিভ্রান্তিকর ছবি দেখানো যাবেনা এটা সম্পূর্ন নিষিদ্ধ।
- এমনভাবে বিজ্ঞাপনের ফরমেটিং করা যাতে সেগুলি পৃষ্ঠার অন্য কন্টেন্টের থেকে আলাদা করা যায় না এধরনের কাজ করা যাবেনা।
- গুগল-এর বিজ্ঞাপন ইউনিটে বিভ্রান্তিকর লেবেল দেওয়া যাবেনা। যেমন, বিজ্ঞাপনের লেবেল "স্পনসর করা লিঙ্ক" অথবা "বিজ্ঞাপন" ব্যবহার করা যাবে, কিন্তু "পছন্দসই সাইট" অথবা "আজকের সেরা অফার" ব্যবহার করা যাবে না।
কন্টেন্টের নীতি
- গুগল কন্টেন্টের নীতির বিরুদ্ধে যায় এমন কোনো কাজ করা যাবেনা
এডের অপব্যবহার
- অপব্যবহারমূলক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় এমন সাইটে প্রকাশকেরা গুগল বিজ্ঞাপন নাও দিতে পারেন।
ট্রাফিক সোর্স
- নির্দিষ্ট কিছু সোর্স থেকে ট্রাফিক আসে এমন পৃষ্ঠায় গুগলবিজ্ঞাপন দেখানো যাবে না। গুগলের এডসেন্সের নিয়ম অনুযায়ী সাইটের সকল প্রকার ভিজিটর নিজস্বভাবে আসতে হবে। যেমন গুগল সার্চ করে, বিভিন্ন ব্যাকলিঙ্ক থেকে অর্গানিক ট্রাফিক আসতে হবে।
বিজ্ঞাপনের প্লেসমেন্ট