প্রথমে জেনে নিই থাম্বনেইল কি?

থাম্বনেইল হলো আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি ভিডিওতে ক্লিক করার পূর্বে উপরে যে ছবিটি দেখতে পাই সেটিকেই বলে থাম্বনেইল। থাম্বনেইল যদি পছন্দ হয় নিশ্চয়ই আপনি ভিডিওতে ক্লিক করেন পছন্দ না হলে ক্লিক করেন না রাইট ? দেখুন আমার ভিডিওর প্রথমে যে ছবিটি দেখতেছেন এটিই একটি থাম্বনেইল, তো থাম্বনেইলে আমি যে ছবি দিয়েছি, লিখেছি তা যদি আপনার পছন্দ হয় তাহলে নিশ্চয়ই আপনিও আমার ভিডিওটিতে ক্লিক করবেন?
আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার প্রয়োজন হবে থাম্বনেইল বানানো শিখা



থাম্বনেইল বানানোর সেরা এ্যাপস

ইউটিউব চ্যানেলের জন্য সম্পূন্ন ফ্রিতে থাম্বনেইল বানানোর সেরা এ্যাপস হচ্ছে Thambnail maker নামের এ্যাপসটি।
এই এ্যাপসের মাধ্যমে থাম্বনেইল সহ, ভিডিও ইন্ট্রো, ইউটিউব চ্যানেল আর্ট পেজ, ইন্সট্রগ্রাম, টুইটার, ফেসবুকের বিভিন্ন পেজ খুব সহজেই তৈরী করা যায়।





লেখক :
মামুন সরকার


Post a Comment

নবীনতর পূর্বতন