ইমো একটি মোবাইল ভিত্তিক বর্তমান সময়ের জনপ্রিয় একটি অ্যাপস, এটি বিশ্বের শীর্ষস্থানীয় প্রকৌশলী এবং আন্তজার্তিক ব্যবসায়িক নির্বাহিদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত। এটি টপকডার্স, এসিএম, আইসিপিসি ওয়াল্ড ফাইনাল এবং ইনফরম্যাটিক্সে আন্তজার্তিক অলিম্পিয়াডসের পদকপ্রাপ্তদের নিয়ে গঠিত। ইমুতে অনেক স্বনামধন্য ব্যবসায়ী ও আন্তজার্তিক অপারেটিং এক্সিকিউটিভ রয়েছে। ইমু সর্বদা তাদের গ্রাহকদের বেস্ট সেবা দেওয়ার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে। যেকোনো সমস্যার জন্য সরাসরি যোগাযোগের মাধ্যমে হলো ৬৫০-২৪৮-৬০৩১ এই নাম্বারটি।
সময়ের সবচেয়ে জনপ্রিয় ভিডিও কলিং মাধ্যমে ইমু। এটি একটি এন্ড্রয়েড অ্যাপ। এই আ্যাপসের মাধ্যমে দেশ বিদেশে শুধুমাত্র ইন্টারনেট কানেকশান দিয়ে সম্পূন্ন ফ্রিতে কথা বলা যায়। ইমু অ্যাপসের মাধ্যমে অডিও কল ও ভিডিও দুই ভাবেই কথা বলা যায়।
ইমুতে অডিও কল ও ভিডিও কল ছাড়াও নতুন আরেকটি ফিচার যোগ করা হয়েছে , সেটি হলো ইমুতে এড দেখে কয়েন বানিয়ে সরাসরি ফোন করে কথা বলা যায়।
ইমুর কয়েকটি ভার্সন রয়েছে এর মধ্যে দুইটি জনপ্রিয় ভার্সন হলো ইমু ও ইমু বেটা।