কম্পিউটার স্লো হলে করনীয়?
কম্পিউটার স্লো করার 4 গুরুত্বপূর্ন টিপস পেতে ভিডিওটি দেখুন। কম্পিউটার স্লো করার 4 টি কারন নিচে স্টেপ বাই স্টেপ দেখানো হলো।
1. কম্পিউটারের ডেস্কটপ ক্লিন না রাখা-
আমরা অনেকেই আমাদের কম্পিউটারের বিভিন্ন প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় ডকুমেন্ট, পিকচার, ভিডিও ডেস্কটপে রেখে থাকি এর কারনে কম্পিউটার স্লো করে থাকে। এর কারণ ডেস্কটপ হচ্ছে সি ড্রাইভের সাথে সম্পৃক্ত। আর সি ড্রাইভের মধ্যে উইন্ডোজের সকল প্রোগাম থাকার কারনে অপ্রয়োজনীয় ডাটাগুলো কম্পিউটারকে স্লো করে দেয়। এর জন্য অপ্রয়োজনীয় ডাটাগুলো ডিলেট করে প্রয়োজনীয় ডাটাগুলোকে আপনার হার্ডডিস্কে রাখুন। এতে করে আপনার কম্পিউটারের গতি বাড়ার সাথে আপনার ডাটাগুলোও সুরক্ষিত থাকবে। কোনো কারনে যদি আপনার কম্পিউটারের উইন্ডোজ খারাপ হয়ে যায় তাহলে আপনার ডেস্কটপের সকল ডকুমেন্ট লস হয়ে যাবে।
2. কম্পিউটারের সি ড্রাইভ ক্লিন না করা-
প্রতিদিন আপনার কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রাম ব্যবহার করার কারনে আপনার কম্পিউটারের সি ড্রাইভে অনেক অপ্রয়োজনীয় ডাটা সেভ হয়ে থাকে। এর কারনেও আপনার কম্পিউটার স্লো কাজ করে থাকে। কম্পিউটারের সি ড্রাইভ ক্লিন করার জন্য কম্পিউটারের উইন্ডোজ বাটনে ক্লিক করে সার্চের ঘরে লিখুন Disk cleanup এন্টার চাপুন। তারপর OK চাপুন। নিচের সকল স্কিনশট গুলোকে অনুসরন করতে পারেন।
|
C drive clean |
3. ওয়েব ব্রাউজারের হিস্টোরি ক্লিন না করা
আপনার কম্পিউটারের সকল ব্রাউজারের হিস্টোরি গুলোকে ক্লিয়ার না করার কারনেও আপনার কম্পিউটার স্লো কাজ করে থাকে। ব্রাউজারের সকল হিস্টোরি ক্লিয়ার করতে আপনার কিবোর্ড থেকে Ctrl+H চাপুন তারপর নিচের ছবির লেখাটি অনুসরন করে হিস্টোরি ক্লিয়ার করে ফেলুন।
4. কম্পিউটারের বেস্ট পারফরমেন্স মোড সিলেক্ট না করা।
সবচেয়ে গুরুত্বপূর্ন সেটিং হচ্ছে কম্পিউটারের বেস্ট পারফরমেন্স মোড সিলেক্ট করা। তার জন্য My computer এর উপর রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন। তার নিচের ছবিটি অনুসরন করুন।
সবগুলো সম্পূর্ন হয়ে গেলে আপনার কম্পিউটারটিকে রিস্টার্ট দিন। আশা করি আগের চেয়ে অনেক স্পিডে আপনার কম্পিউটারটিকে রান করতে পারবেন।
তাছাড়াও র্যাম, প্রসেসর, হার্ডডিস্ক ও বায়োসের ল কনফিগারেশনের জন্যও কম্পিউটার স্লো কাজ করে থাকে।
লেখক :
মামুন সরকার