কম্পিউটার হার্ডডিস্ক পার্টিশন করার পদ্ধতি
কম্পিউার হার্ডডিস্ক পার্টিশন করা অনেকের কঠিন মনে হয়। এই আর্টিকেলে আমি দেখাবো কিভাবে আপনার কম্পিউটারের হার্ডডিস্ক নিজেই পার্টিশন করতে পারেন কোনো রকম ডাটা লস ছাড়াই। চলুন শুরু করা যাক।
প্রথমে আপনার কম্পিউটারের উইন্ডোজ বাটনে ক্লিক করে সার্চ বক্সে টাইপ করুন Disk managment এরপর Create and format hard disk partitions ক্লিক করুন।
অথবা নিচের ছবি অনুযায়ী My computer থেকে manage এ ক্লিক করুন।
নিচের ছবি অনুযায়ী এখান থেকে আপনি যে ড্রাইভ থেকে পার্টিশান করতে চান সেটির ওপর মাউসের রাইট বাটন ক্লিক করার পর Shrink volume এ ক্লিক করুন।
এখান থেকে শুরু Shrink এ ক্লিক করুন।
এখান থেকে Unlocated ড্রাইভ এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে New simple volume এ ক্লিক করুন।
এখান থেকে Next এ ক্লিক করুন।
আবারও Next এ ক্লিক করুন।
এখানেও Next এ ক্লিক করুন।
আবারও Next এ ক্লিক করুন।
Finish এ ক্লিক করে সম্পন্ন করুন।
ব্যস হয়ে গেছে আপনার হার্ডডিস্ক পাটিশান দেওয়া।
পুরো আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ব্লগ সাইট ভালো লেগে থাকলে ফলো করে পাশে থাকুন। আবারও ধন্যবাদ।
লেখক :
মামুন সরকার