ইউটিউব চ্যানেলে কিভাবে কীওয়ার্ড বসাবেন।
ইউটিউব চ্যানেলে কেনো কিওয়ার্ড বসাবেন? এই বিষয়ে একটু বলে নিই। ইউটিউব চ্যানেলে কিওয়ার্ড অনেক গুরুত্বপূর্ন একটি বিষয়। কিওয়ার্ড হলো আমাদের চ্যানেলের নামেরই একটি অংশ বিশেষ। ইউটিউব চ্যানেলের জন্য আপনি শুধুমাত্র একটি নাম ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড ব্যবহার করেন তাহলে আপনার মূল চ্যানেলের যেই নাম সেই নাম ছাড়াও অন্যান্য পরিচিত কিওয়ার্ড দিয়েও যদি কেউ সার্চ করে তাহলেও আপনার চ্যানেলটি সার্চ রেজাল্টে চলে আসবে। তবে হ্যা আপনার চ্যানেলের কিওয়ার্ড যেনো প্রাসঙ্গিক হয়। যেমন আপনার চ্যানেলটি যদি টেকনোলজি সম্পর্কিত হয় তাহলে এই রিলেটেড যতো কিওয়ার্ড আপনি যদি আপনার চ্যানেলে বসান তাহলে আপনার চ্যানেলের মূল নাম ছাড়াও অন্য নাম দিয়েও যদি কেউ সার্চ করে তাহলেও আপনার চ্যানেলটি সার্চ রেজাল্টে চলে আসবে।
আপনি কি কখনো ইউটিউবে আপনার চ্যানেলের নামটি সার্চ করে দেখেছেন? অথবা আপনার চ্যানেলটি সাবসক্রাইব করার জন্য কি আপনার বন্ধুদের কখনো বলেছিলেন যে এই নামের চ্যানেলটি সাবসক্রাইব করার জন্য। যদি হ্যা হয় তাহলে কি তারা সার্চ করে আপনার চ্যানেলটি প্রথমে পেয়েছিলো কিনা।
আমার মনে হয় চ্যানেলের নামটি তারা খুজেই পায়নি। কারন কি জানেন? ঐ যে শিরোনামে বললাম ইউটিউব চ্যানেলে কিভাবে কীওয়ার্ড বসাবেন। চলুন জেনে সম্পূন্ন নিয়ম কানুন, কিভাবে ইউটিউব চ্যানেলে কিওয়ার্ড বসাবেন।
প্রথমে গুগলে সার্চ বক্সে ইউটিউব লিখে এন্টার চাপুন। তারপর Youtube এ ক্লিক করুন। এবং আপনার জিমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইউটিউবে লগইন ইন করুন।
তারপর লাল চিহ্নিত চ্যানেল আইকনটিতে ক্লিক করে Youtube Studio তে ক্লিক করুন।
নিচের ছবি অনুযায়ী Setting এ ক্লিক করে চলে যান পরবর্তী অপশনে
নিচের ছবি অনুযায়ী Channel এ ক্লিক করুন। তারপর Basic info তে keyword বসান, যে কিওয়ার্ডই আপনি বসান তারপরে কমা (,) দিয়ে দিন। যত ইচ্ছা আপনার পছন্দমতো কিওয়ার্ড বসিয়ে করে Save করে দিন।
ব্যাস হয়ে গেছে আপনার ইউটিউব চ্যানেলে কিওয়ার্ড বসানো। এখন আপনার চ্যানেলে মিনিমাম তিনটি ভিডিও আপলোড করে তারপর আপনার বন্ধু অথবা যে কাউকে আপনার চ্যানেলের নামটি সার্চ করে দেখতে বলেন। সবার উপরে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। কোনো কিছু থাকলে কমেন্ট করে জানতে পারেন। সাহায্য করার চেস্টা করবো। ধন্যবাদ পুরো আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।
লেখক : মামুন সরকার