মাইক্রোসফট ওয়ার্ড কি?

মাইক্রোসফট ওয়ার্ড হলো মাইক্রোসফট অফিসের একটি প্রোগাম। এটি মাইক্রোসফট কোম্পানির অন্তভূক্ত। মাইক্রোসফট অফিসের সাহায্যে অফিস আদালতের যাবতীয় কাজ খুব সহজেই সম্পাদন করা যায়। এর সাহায্যে, দলিল, প্রশ্ন, চিঠিপত্র টাইপ,প্রিন্ট দেওয়া, ডিজাইন, বই তৈরি সহ বিভিন্ন কাজ করা হয়। অত্যন্ত সহজ এই প্রোগ্রামটি সারা বিশ্বে প্রচলিত আছে। এটির ইন্টারফেস খুব সহজ হওয়ার কারনে সামান্য কম্পিউটার জানা যে কোন ব্যক্তি তার প্রয়োজন অনুসারে কম্পিউটারে লেখালেখির কাজ সম্পাদন করতে পারেন।


মাইক্রোসফট ওয়ার্ডের যেসব কাজ করা যায়-
  • দলিল লেখা,
  • প্রশ্ন তৈরী,
  • চিঠিপত্র টাইপ করা,
  • চাকুরির আবেদন,
  • টেবিল এবং ডায়াগ্রাম, ব্যক্তিগত নোট তৈরি ইত্যাদি।


Ms word এর প্রয়োজনীয় শর্টকাট


মাইক্রোসফট ওয়ার্ডের Homeমেনুতে যেসব অপশন থাকে-

  • Cut & Paste (কী-বোর্ড শর্ট কাট কী Ctrl+X & Ctrl+V)
  • Copy & Paste (কী-বোর্ড শর্ট কাট কী Ctrl+C & Ctrl+V)
  • Paste Special
  • Format Painter
  • Font Group
  • BOLD - B বোল্ড (কী-বোর্ড শর্ট কাট কী Ctrl+B )
  • ITALIC- I ইটালিক (কী-বোর্ড শর্ট কাট কী Ctrl+I )
  • UNDERLINE - U (কী-বোর্ড শর্ট কাট কী Ctrl+U )
  • Font Color
  • Alignment:
  • Font (কী বোর্ড শর্ট কাট কী Ctrl+Shift+F)
  • Font Size (কী বোর্ড শর্ট কাট কী Ctrl+Shift+P)
  • Undo (কী বোর্ড শর্ট কাট কী Ctrl+Z)
  • Redo (কী বোর্ড শর্ট কাট কী Ctrl+Y)
মাইক্রোসফট অফিসের ফাইল মেন্যু (File Menu)

ফাইল মেন্যু (File Menu)

New (কী-বোর্ড শর্ট কাট কী- Ctrl+N)

Open (কী-বোর্ড শর্ট কাট কী-Ctrl+O)

Close (কী-বোর্ড শর্ট কাট কী-Ctrl+W)

Save (কী-বোর্ড শর্ট কাট কী-Ctrl+S)

Save As (কী-বোর্ড শর্ট কাট কী-F12)

Print (কী-বোর্ড শর্ট কাট কী-Ctrl+P)

Exit (শর্ট কাট কী-Alt+F4)


অফিসিয়াল, ব্যাক্তিগত অথবা ব্যবসায়িক যে কোনো কাজে মাইক্রোসফট অফিসের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগামটি অনেক জনপ্রিয়। জনপ্রিয় এই প্রোগামের কিছু শর্টকার্ট নিচে দেওয়া হলো।


Ctrl+A পেজের সকল লেখা একসাথে সিলেক্ট করা

Ctrl+B লেখা বল্ড করা

Ctrl+C সিলেক্ট করা লেখা কপি করা

Ctrl+D ফন্ট সেটিংস  আনার জন্য , ফন্ট স্টাইল, কালার, সাইজ  পরিবর্তন করতে ।

Ctrl+E সিলেক্ট করা লেখা মাঝখানে আনা

Ctrl+F  গুরুত্বপূর্ন ওয়ার্ড খুজতে এই উইন্ডোর মাধ্যমে খুজে পাবেন।

 Ctrl+I সিলেক্ট করা লেখা ইটালিক/বাঁকা করা।

 Ctrl+J সিলেক্ট করা প্যারাগ্রাফ জাস্টিফাই করা।

 Ctrl+K হাইপার লিংক যোগ করা

 Ctrl+L সিলেক্ট করা লেখা বাম পাশে আনা

Ctrl+M ইনডেন্ট পরিবর্তন করা। এটা মূলত লেখার লাইনকে মার্জিন থেকে সামনের দিকে পুশ করে।

Ctrl+N নতুন উইন্ডো তৈরি করার জন্য। 

Ctrl+O নতুন কোন ফাইল ওপেন করতে 

Ctrl+P প্রিন্ট প্রিভিউ দেখার জন্য এই শর্টকাট।

Ctrl+R লেখা ডান পাশে আনা

Ctrl+S ফাইল সেভ

Ctrl+U লেখায় আন্ডার লাইন দেয়া

Ctrl+V কপি করার পর তা পেস্ট করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। 

Ctrl+W ওপেন করা উইন্ডো বন্ধ করা

Ctrl+X সিলেক্ট করা লেখা কাট করতে

Ctrl+Z  ডিলিট বা ভুল করে ফেললে  পূর্বের অবস্থায় ফিরে আসা যায়।

Ctrl+Shift+> ফন্ট সাইজ বৃদ্ধি

Ctrl+Shift+< ফন্ট সাইজ কমানো

Ctrl+] এই শর্টকাটের মাধ্যমেও ফন্ট সাইজ বৃদ্ধি করে। 

Ctrl+[ এই শর্টকাটের মাধ্যমেও ফন্ট সাইজ কমানো হয়। 

Shift+Alt+D লেখার মধ্যে বর্তমান তারিখ যোগ করা।

Shift+Alt+T লেখার মধ্যে বর্তমান সময় যোগ করা।

Ctrl + Home  লেখার একদম প্রথমে যাওয়ার জন্য।

Ctrl + End  লেখার একদম শেষে যাওয়ার জন্য।

Shift+F3 লেখাকে বড় হাত, ছোট হাত কিংবা প্রথম অক্ষর বড় হাতের করা।

F7 বানান যাচাই করা।







লেখক : মামুন সরকার

Post a Comment

নবীনতর পূর্বতন