কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ন টিপস

1। সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না- এ সমস্যা সমাধানের জন্য-
i) র‌্যাম খুলতে হবে
ii) র‌্যাম পরিষ্কার করতে হবে
iii) প্রয়োজন হলে র‌্যাম পরিবর্তন করতে হবে



2। সিস্টেম অত্যন্ত গরম হয়-
i) Hard disk-এ সমস্যার কারণে
ii) Cooling Fan-এ সমস্যার কারণে



3। কোনোরূপ উত্তপ্ত হওয়া ছাড়াই কম্পিউটার কয়েক মিনিট পরপর Shutdown হবার কারণ-
i) ROM ত্রুটিপূর্ণ
ii) IC ত্রুটিপূর্ণ

কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ন টিপস


4। উইন্ডোজ রান করার সময় হ্যাং করলে-
i) কোন প্রকার ভাইরাস আছে কিনা চেক করতে হবে
iii) C ড্রাইভ ফরম্যাট দিতে হবে



5। মনিটরের পাওয়ার চালু কিন্তু পর্দায় কোনো ছবি নাই সমস্যা সমাধানের জন্য ঠিক করতে হবে-
i) Brightness
iii) Contrast



6। কম্পিউটার ঘন ঘন হ্যাং করে বা রিস্টার্ট হয়ে যায়-
i) কুলিং ফ্যানে সমস্যা করলে
ii) কম্পিউটারে ভাইরাস থাকলে



7। CMOS ব্যাটারির কার্যক্ষমতা নষ্ট হলে-
ii) কম্পিউটারের সময় ঠিক থাকে না
iii) বয়োসের কোনো পরিবর্তন করলে তা সেভ হয় না



8। Boot Disk failure মেসেজ দেখালে-
i) জাম্পার সেটিং পরীক্ষা করতে হবে
ii) হার্ডডিস্ক পরীক্ষা করতে হবে



9। Out of memory মেসেজ দেখায়-
ii) কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করা থাকলে
iii) র‌্যামে পর্যাপ্ত জায়গা না থাকলে



10। কীবোর্ড ঠিকমতো কাজ না করলে-
i) কীবোর্ড সংযোগ ঠিকমতো পরীক্ষা করতে হবে
iii) এন্ট্রিভাইরাস দ্বারা ভাইরাস ক্লিন করতে হবে



11। মাউস ঠিকমতো কাজ না করলে-
ii) ক্যাবল সংযোগ পরীক্ষা করতে হবে





লেখক : 
মামুন সরকার

Post a Comment

নবীনতর পূর্বতন