সিপিএ (CPA) মার্কেটিং কি ?

CPA এর ফুল মিনিং Cost Per Action. মানে প্রতি পদক্ষেপে ইনকাম। যদিও বাংলায় এর অর্থ তেমন একটা সুন্দর মনে হয়না। যাইহোক, বর্তমান সময়ের জনপ্রিয় একটি আয়ের মাধ্যম হলো সিপিএ মার্কেটিং।
অনেকেই আছেন CPA মার্কেটিং করতে পছন্দ করে কারন, সিপিএ মার্কেটিং এ আপনার এফিলিয়েট এর মত পোডাক্ট বিক্রি করতে হয় না। এখানে বিভিন্ন ধরনের অফার থাকে, কোন ভিজিটর যদি অফার রেজিষ্টেশন করে তাহলে প্রতি রেজিষ্টেশনের এর জন্য পেমেন্ট করা সিপিএ মার্কেটার পেমেন্ট পেয়ে যাবে। ধরুন একটি Website যেমন (Facebook) তাদের সাইটের জন্য কিছু নতুন মেম্বারস খুজছে, এখন আপনার কাজ হল কাষ্টমার কে শুধুমাত্র রেজিস্টার করানো আপনার এফিলিয়েট লিংক এ । এখানে কাষ্টমার রেজিস্টার কারার পর প্রোডাক্ট/সার্ভিস নাও নেয় তাহলেও আপনি আপনার কমিশন পাবেন। কিন্তু অন্যদিকে এফিলিয়েট মার্কেটে যতক্ষন আপনার প্রোডাক্ট বিক্রি না হবে ততক্ষন আপনি কমিশন পাবেন না এবং মূলত এই কারনেই অনলাইনে অধিকাংশ ব্যাক্তিই এফিলিয়েট মার্কেটে থেকে CPA মার্কেটিং এর দিকে বেশি বেশি মনোযোগ দিচ্ছে।


CPA Marketing এ কাজ করতে হলে আপনার যেসব জিনিসের প্রয়োজন।

  • আপনার একটি পিসি অথবা ল্যাপটপ থাকতে হবে , মোবাইল দিয়ে সিপিএ মার্কেটিংয়ের কাজ করা যায়না ।
  • আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তা হতে পারে ব্রডব্যান্ড অথবা মডেম।
  • তারপর সিপিএ অফার গুলো প্রমোট করার জন্য একটি ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ।
  • যদি ইমেইলের মাধ্যমে অফার প্রমোট করেন তাহলে যেসব দেশে অফার প্রমোট করতে চান সেই দেশের ব্যক্তির ইমেইল এড্রেস।

Cpa marketing


সিপিএ মার্কেটিং থেকে কি রকম আয় করা সম্ভব?

এটা নির্ভর আপনার কাজ এর উপর। তবে নিয়মিত এবং নিয়ম মেনে কাজ করলে হাজার ডলার এর উপর আয় করা সম্ভব মাসে। নিয়ম মেনে কাজ না করলে এক টাকাও আয় সম্ভব না। আপনি যদি ৩ ডলার একটি অফার নিয়ে কাজ করেন তাহলে দিন এ যদি ২০ টি Action Complete করাতে পারেন তাহলে দিনে ৩০ ডলার ইনকাম করতে পারবেন। মাসে ইনকাম হবে ৯০০ ডলার। সিপিএর প্রতিটি অফার মিনিমাম ১ ডলার থেকে শুরু করে ১০০ ডলার পর্যন্ত হয়ে থাকে। নিচের ছবিটি লক্ষ্য করুন এখানে বিভিন্ন অফার দেওয়া আছে। প্রতিটি অফারের জন্য কত টাকা পেমেন্ট করবে তাও উল্লেখ করা আছে।



Cpa marketing

যেভাবে আপনি সিপিএ মার্কেটিং শুরু করবেন।

বেশি জটিল না করে সহজ করেই বলি। আপনি যদি সিপিত্র মার্কেটিং করে ইনকাম করতে চান তাহলে আপনাকে নিচের ধাপ গুলো অনুসরন করতে হবে। একজন নতুন হিসেবে সিপিএ মার্কেটিং করার জন্য আপনাকে প্রথমে কোন সাইটে কাজ করবেন তা বের করতে হবে। সিপিত্র মার্কেটিং করার জন্য অনেক গুলো সাইট রয়েছে। আপনি ইচ্ছা করলে সব গুলো সাইটেই কাজ করতে পারবেন। সিপিত্র গ্রিপ, সিপিএ লিড,এডওয়ার্ক মিডিয়া উল্লেখযোগ্য। এসব সাইটের যে কোনো একটি থেকে প্রথমে আপনি একটি একাউন্ট খোলুন। CPA Gripe এ  একাউন্ট খোলতে এই লিংকে ক্লিক করুন।
একজন বিগেইনার হিসেবে আমি আপনাকে তিনটি সাইটের মধ্যে থেকে যে কোনো একটি সাইট দিয়ে কাজ শুরু করার জন্য পরামর্শ দিব।
নিচের সাইটের যেকোনো একটিতে একাউন্ট খোলার পর সেখান থেকে আপনার পছন্দ মতো যেকোনো অফার বাছাই করে প্রমোট করুন।



Cpa marketing




উপরের তিনটি সাইট হলো সিপিএ প্লাটফর্ম, এখান থেকে আপনি একাউন্ট খোলে আপনার পছন্দ অনুযায়ী অফার গুলো বাছাই করে বিভিন্ন অফার প্রমোট করতে পারেন। নিচের উল্লেখিত সাইটে আপনি প্রমোট করতে পারবেন। অফার প্রমোট করার জন্য অনেক গুলো সাইট রয়েছে। শুধু আপনাদের বুঝার জন্য মাত্র তিনটি সাইটের নাম দিলাম।
সিপিএ অফার প্রমোটের ক্ষেত্রে সব সময় খেয়াল করবেন অফারটি প্রমোট করতে কি কি নিয়ম অনুসরন করতে হবে। একটি উদাহরণ দিয়ে দেখাই, নিচের ছবিটি খেয়াল করুন। এখানে লেখা আছে যদি এই অফারটি কেউ প্রমোট করে প্রতিটি অফারের জন্য ১৮.৫০ ডলার পাবে যদি প্রমোটকৃত অফারটিতে কেউ জয়েন করে। এখানে বলা আছে এই অফারটি মালয়েশিয়ায় প্রমোট করা যাবেনা।  যদি করেন আপনি কোনো টাকা পাবেননা। এবং আপনার একাউন্টিকে ব্লক পর্যন্ত করে দিতে পারে। সুতরাং যে কোনো অফার প্রমোট করার পূর্বে অফারের শর্তগুলো ভাবে জেনে তারপর কাজ করুন।



Cpa marketing

যেভাবে অফার প্রমোট করবেন।

অফার প্রমোট করার জন্য নিচের তিনটি সাইটের মধ্যে থেকে যে কোনো একটিতে জয়েন করুন। জয়েন করার পর আপনি ইচ্ছা করলে সাইটে কাজ করে আপনার ব্যালেন্সটি বাড়িয়ে সেই ব্যালেন্স দিয়ে আপনার কাজটি করিয়ে নিতে পারেন। আর যদি কাজ না করেন তাহলে পেপাল অথবা অথবা স্ক্রিল এর মাধ্যমে আপনার একাউন্টে ব্যালেন্স জমা করুন। তারপর সেখান থেকে ক্যাম্পেইন করে উল্লেখ করে দিন প্রতিটি কাজ সম্পন্ন করলে আপনি তাদের কত টাকা দিবেন। তবে হ্যা, কিছু কিছু অফার আছে যেগুলো টাকার বিনিময়ে করালে কাজ হবেনা। আপনাকে কোনো টাকা পেমেন্ট করবেনা কারন আপনি শর্ত ভঙ্গ করছেন।


Cpa marketing


উপরের সাইট গুলো ছাড়াও সিপিএ সাইটে অফারকারীর চাহিদা অনুযায়ী আপনাকে ইমেইল সাবমিট,পিন সাবমিট,সাভে, এ্যাপস ইন্সস্টল ইত্যাদি কাজ্ও করতে হবে। উদাহরণ স্বরূপ যদি আপনাকে বলা হয় ইমেইলের মাধ্যমে অফার প্রমোট করতে তাহলে আপনাকে উপরের তিনটি সাইটে কাজ করতে পারবেন না। এজন্য আপনাকে অফারকারীর নিদিষ্ট দেশ অথবা এরিয়া অনুযায়ী ইমেইল সংগ্রহ করে ইমেইল অফার প্রমোট করতে হবে। আজ এ পর্যন্তই। সিপিএ নিয়ে বিস্তারিত পরের পোস্টে লিখবো ধন্যবাদ।






লেখক মামুন সরকার

Post a Comment

নবীনতর পূর্বতন