ফেসবুক বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। হলো একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। যা ইন্টারনেট সংযোগের মাধ্যমে একে অপরের সাথে টেক্সট, ছবি, ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে করে থাকে। আর যদি ফেসবুকের অর্থ খুজি তাহলে দাড়ায় মুখ মন্ডলের বই। মানে ফেসবুকে শুধু মানুষের চেহারা থাকবে। যেটাকে আমরা পিচকার বা ছবি বলে থাকি। এই ছবি গুলোই আবার একে অপরের সাথে শেয়ারিং করবে, ভিডিও আকারে মনের ভাব প্রকাশ করবে এটাই ছিলো মূলত ফেসবুকের শুরুর উদ্দেশ্য। আর এর থেকেই শুরু হয় ফেসবুকের অগ্রযাত্রা। যদিও তাদের এই উদ্দেশ্যটি ছিলো শুধুমাত্র একটি ভার্সিটি কেন্দ্রিক। তারপর ধীরে ধীরে সেই শুরুর নিয়ম ভেঙ্গে ফেসবুকের কার্যক্রম সারা পৃথিবীজুড়ে।
ফেসবুকে কিভাবে কাজ শুরু করবেন?
প্রথমে আপনাকে ফেসবুকে একটি একাউন্ট খুলতে হবে। একাউন্ট খোলার সময় ফেসবুকের প্রত্যেকটা অংশ সঠিকভাবে এবং সঠিক তথ্য দিয়ে পূরন করতে হবে। বিশেষ করে একাউন্টের নাম, আপনার জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, আপনার লিঙ্গ এগুলো ভালো করে পুরন করতে হবে। সবগুলো হয়ে গেলে এখন আপনার কাজ হলো আপনার একাউন্টের ফলোয়ার ও ফ্রেন্ডস বাড়ানো।
আপনি একদিনে সর্বোচ্চ ২০ জনকে রিকুয়েন্ট পাঠাতে পারবেন। ফ্রেন্ডস যত বেশি হবে ততই আপনার জন্য ভালো হবে। আর যদি অলরেডি ফেসবুক একাউন্ট থেকে থাকে তাহলে আপনার একাউন্ট থেকে একটি গ্রুপ খোলতে হবে। গ্রুপ যদি অলরেডি থেকে থাকে তাহলে সেই গ্রুপে মিনিমাম ৩০,০০০ হাজার সদস্য বা ফলোয়ার থাকতে হবে। যদি এগুলো থাকে তাহলে আপনি যে কোনো কোম্পানির বিজ্ঞাপন দাতার সাথে যোগাযোগ করে তাকে আপনার গ্রুপ সম্পকে বলুন। এবং কিভাবে আপনি তার ব্যবসায় অথবা তার পন্যটিকে প্রচার করবেন তাও বলুন। এবং কত টাকায় আপনি তাদের কাজটি করে দেবেন তা বলুন। দুইয়ের মধ্যে কথা চূড়ান্ত হয়ে গেলে এবার আপনি কাজে নেমে পড়ুন।
- ফেসবুক থেকে ইনকাম করতে হলে আপনার ফেসবুক পেজে নিয়মিত ভিডিও পোস্ট করতে হবে।
- ছবি সহ বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে পোস্ট করতে হবে যাতে আপনার লেখাটি পড়ে মানুষ উপকৃত হয়।
- আপলোডকৃত ভিডিওগুলো বিভিন্ন স্যোসাল মিডিয়ায় শেয়ার করে ফলোয়ার ও ভিউয়ারস বৃদ্ধি করতে হবে।
- ফেসবুকে ভিডিও আপলোডের পূর্বে ভালো ভাবে ভিডিও এডিং করে নিতে হবে যাতে ভিউয়ারসরা দেখতে পছন্দ করেন।
ফেসবুক থেকে কিভাবে ইনকাম করবেন?
এবার আসি মূল কথায়, অনেকে বলে ফেসবুক থেকেও নাকি ইনকাম করা যায়? শহরের অধিকাংশ মানুষ যদিও জানে ফেসবুক থেকে ইনকাম করা যায় কিন্তু গ্রামের কেউ হয়তো ফেসবুক কি তাও জানেনা।
আসলে বর্তমান প্রযুক্তির যুগে কোনো না কোনো ভাবে ইনকাম করা তবে ইনকামের পদ্ধতিটি গতানুগতিক নয়। বিভিন্ন মানুষ বিভিন্ন কৌশলে ইনকামের পথ অবলম্বন করে থাকে। তাহলে ফেসবুক থেকে ইনকামের পদ্ধতিটা কি?
আপনাকে একটু বুঝিয়ে বলি, দেখুন ফেসবুক থেকে সরাসরি কখনোই ইনকাম করা সম্ভব নয়। কারন ফেসবুকে এমন কোনো অপশন নাই যেটাতে কাজ করলে আপনার ইনকাম হবে। ফেসবুক থেকে ইনকামের পদ্ধতিটা হলো, ফেসবুকের কিছু নিয়ম কানুন মেনে আপনি যদি আপনার ফেসবুক পেজে পোস্ট করেন এবং সেই পোস্টকৃত ভিডিওটি যদি আপনার ভিউয়ারসরা দেখে তাহলেই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। ফেসবুক থেকে ইনকাম করার জন্য আপনার যেসব প্রয়োজন-
- আপনার একটি ফেসবুক পেজ থাকতে হবে।
- আপনার পেজটিতে ১০,০০০ হাজার ফলোয়ার থাকতে হবে।
- ১৫,০০০ হাজার এনগেজমেন্ট মানে লাইক,কমেন্ট,ডিসলাইক ইত্যাদি মিলিয়ে ১৫০০০ ভিউস থাকতে হবে।
- প্রতিটি ভিডিওর দৈঘ্য হতে হবে মিনিমাম ৩ মিনিটের। ৩ মিনিটের ভিডিওটি মিনিমাম ১ মিনিট ভিউস থাকতে হবে।
- সব মিলিয়ে ৩০,০০০ হাজার মিনিট ওয়াচ টাইম হবে।
- কোনো প্রকার কপিরাইট ভিডিও আপলোড করা যাবেনা।
ধন্যবাদ
লেখক : মামুন