ব্লগিং মনিটাইজেশন

ব্লগ ‍সাইটকে মনিটাইজ করার জন্য অনেক গুলো প্লাটফর্ম রয়েছে , অনেক মাধ্যমের জনপ্রিয় একটি মাধ্যম হলো গুগল এডসেন্স। অন্যান্য এডভারটাইজ প্লাটফর্মে গুগল এডসেন্সের মতো জটিল কোনো শর্ত থাকে না। যাতে করে যে কেউ খুব সহজেই টাকা ইনকাম করতে পারে। এখন কথা হলো জিনিস যেটা ভালো, দাম তার একটু বেশিই। খারাপ জিনিসের দাম বরাবরই কম থাকে। 



ব্লগিং মনিটাইজেশন করার জন্য যে শর্তগুলো অবশ্যই পূরণ করতে হবে।

ব্লগিং মনিটাইজেশন এর জন্য যেসব শর্ত অবশ্যই পূরনীয়


১। প্লাগারিজম বা কপি পেস্ট করা যাবেনা। এই ব্যাপারটি কন্টেন্ট কিংবা ছবি যে ক্ষেত্রেই প্লাগারিজম করা হোক না কেনো গুগল এডসেন্স কখনোই মনিজাইজ অনুমোদন দিবে না।


২। যেসকল পেজ থাকা বাধ্যতামূলক- যেমন -  Contact us,  About us, Privacy policy, Disclaimer, Sitemap, Terms and Condition


৩। পেজ বাদে অবশ্যই ব্লগে ১০ থেকে ১৫ টি ভালো মানের পোস্ট থাকতে হবে।  এবং প্রত্যেক পোস্টের  মোট শব্দ  মিনিমাম ৬০০ থেকে ৭০০ শব্দের অথবা তারও অধিক হতে হবে।


৪। এছাড়াও কারো কারো বিরুদ্ধে উস্কানিমূলক, ঝগড়া বা বিবেদ হতে পারে এমন কোনো লেখা পোস্ট না করা।


৫। এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) ফ্রেন্ডলি আর্টিকেল পোস্ট করা।


৬। ব্লগসাইটের ডিজাইন যেনো ইউজার ফ্রেন্ডলি হয়।


৭। এডাল্ট কন্টেন্ট পাবলিশ করা থেকে বিরত থাকা।


৮। স্পেমিং এড়িয়ে চলা। সাইটে অর্গানিক ভিজিটরের জন্য ভালো ভাবে এসইও করা।


৯। মেনুবার ( menubar) এড করা। ব্লগসাইটের সকল পোস্ট গুলোকে বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক মেনুবারে এড করা।


১০। ডোমেইন এর বয়স মিনিমাম দেড় থেকে দুইমাস হওয়া। প্রিমিয়াম বা কাস্টম ডোমেইন অথবা blogspot ডোমেইন উভয় ক্ষেত্রে একই নিয়ম।


১১। ব্লগসাইটকে ওয়েবমাস্টার টুলস বা সার্চ কনসোলে সাবমিট করা।


১২। ব্লগসাইটের স্পিড মিনিমাম ৫০ থেকে ৬০ এর মধ্যে নিশ্চিত করা।


১৩। ব্লগপোস্টের মধ্যে H1,H2,H3 ট্যাগ বসানো। যেগুলো Heading, subheading, paragraph হিসেবে বসাতে হবে। ( যদিও এই অংশটি মনিটাইজেশন পাওয়ার জন্য কোনো শর্ত নেই, তবুও বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম।)


১৪। ব্লগসাইটের ইন্টারনাল ও এক্সটারনাল লিংক যেনো ব্রোকেন না হয় সেদিকে খেয়াল রাখা।




ধন্যবাদ
মামুন সরকার-ব্লগার ও ইউটিউবার।

Post a Comment

নবীনতর পূর্বতন