Tutorial How to
Setup Outlook
কিভাবে মাইক্রোসফট আউটলুক সেটাপ করবেন?
প্রথমে আপনাকে কম্পিউটার এর কন্ট্রোল প্যানেল থেকে মেইলে ক্লিক করতে হবে।
Step 1: Go to Control Panel in
Windows and Open “Mail (32-bit) or Mail”
Step 2: Once open “Mail” click the
“Show Profiles”
তারপর সো প্রোফাইলে ক্লিক করতে হবে।
Step 3: Then click “Add” for create
new Profile
তারপর এডে ক্লিক করুন
Step 4: Fill the blank with your desire Profile name and Click OK
ক্রিয়েট নিউ প্রোফাইল, ওকে ক্লিক করুন।
Step 5: Click “Manual setup or additional server types” and click Next
তারপর ম্যানুয়েল সেটাপ অথবা এডিশনাল সার্ভার টাইপে ক্লিক করুন।
Step 6: Choose “Microsoft Exchange Server or compatible service” and click Next
এখান থেকে প্রথমের অপশনটি ক্লিক করুন। মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার অথবা কমপিটিবল সার্ভিস
Step 7: Fill on “Server” box with “outlook.office365.com” then untick “Use Cached Exchange Mode”. For “User Name” just put your Name if not generate by automatically.
এখান থেকে সার্ভার এড্রেসটি প্রথমে লিখে নিচের অফলাইন সেটিং থেকে ইউজ ক্যাচ এক্সচেঞ্জ মোডটির টিক মার্ক উঠিয়ে দিন।
Step 8: Once done, click “More Settings”
তারপর মোর সেটিং এ ক্লিক করে পরবর্তী ধাপে চলে যান
Step 9: Pop Up box will appear once click “More Settings” then click “Advanced” tab. Make sure “Use Cached Exchange Mode” is untick again.
এখান থেকে টিক মার্কটি উঠিয়ে দিন
Step 10: Click “Security” tab and tick “Always prompt for logon credentials” and choose “Logon network security” by “Anonymous Authentication”
এখানে টিক মার্ক দিয়ে দিন
Step 11: Go to “Connection” tab and tick “Connect to Microsoft Exchange using HTTP” and proceed click “Exchange Proxy Settings” box
এখান থেকে এক্সচেঞ্জ প্রক্সি সেটিংয়ে ক্লিক করুন
Step 12: Once click “Exchange Proxy Settings” pop-up box will appear and just fill all same information as in picture. Make sure tick the box same as in picture as well and then click “OK”
এখানে প্রথমে সার্ভার এড্রেসটি লিখুন তারপর এসএসএলটি লিখুন নিচের দুটি অপশনে টিক দিয়ে ওকে করুন।
Step 13: Once finish then click “OK” again
ওকে ক্লিক করুন।
Step 14: After that, click “Check Name”
চেক নেমে ক্লিক করুন।
Step 15: Enter your email and password detail and click OK
ইমেইল এড্রেস ও পাসওয়ার্ড টাইপ করে লগইন করুন।
Step 16: After that, your detail will
encrypt in server box.
নেক্সটে ক্লিক করুন।
Step 17: Lastly, click “Finish” to complete all.
ফিনিশে ক্লিক করে সম্পূর্ন করে নিন।
ধন্যবাদ পুরো আর্টিকেলটি পড়ার জন্য
লেখক :
মামুন সরকার