কিভাবে কাইনমাস্টার দ্বারা ভিডিও ব্যাকরাউন্ড রিমোভ করবেন।
কাইনমাস্টার কি?
কাইন মাস্টার হলো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি এন্ড্রয়েড মোবাইল এ্যাপ্লিকেশন। কাইন মাস্টার দ্বারা সকল প্রকার ভিডিও এডিটিং করা হয়। কম্পিউটারে ব্যবহ্রত সফটওয়্যার যেমন ফিলমোরা, এডোবি আফটার ইফেক্ট, কেমটাসিয়া ইত্যাদির মতো কাইনমাস্টার দিয়েও আকর্ষনীয় ইফেক্ট ব্যবহার করে ভিডিও তৈরী করা যায়।উপরের উল্লেখিত সকল সফটওয়্যার ব্যবহার করতে পেমেন্ট করা লাগে। কাইন মাস্টার সম্পূন ফ্রিতে ব্যবহার করা যায়। কাইন মাস্টারের পেইড ভারসনও রয়েছে। পেইড ভারসনে অনেক আকর্ষনীয় ফিচার ব্যবহার করার সুবিধা পাওয়া যায়। এছাড়াও ফ্রি ভারসনে ওয়াটার মার্ক রিমোভ করা যায় না।
কিভাবে কাইনমাস্টার ব্যাবহার করবেন?
আপনি যদি একজন নতুন ইউটিউবার অথবা শুধুমাত্র ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো প্রথমে কাইনমাস্টার দিয়ে শুরু করুন। যখন ভিডিও এডিটিং শিখে যাবেন পরবর্তীতে অন্যান্য সফটওয়্যার দিয়ে কাজ করতে পারবেন।কাইন মাস্টার এ্যাপটি ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে গুগল প্লেস্টোর থেকে ইংরেজীতে কাইন মাস্টার লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর নিচের আইকনের মতো একটি অপশন আসবে সেখান থেকে ইন্সটলে ক্লিক করলেই এ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে মোবাইলের হোম স্কিন থেকে এটিকে ওপেন করে শুরু করতে পারেন ভিডিও এডিটিং।
ধন্যবাদ
মামুন সরকার