যেভাবে কম্পিউটারের পাসওয়ার্ড করবেন?
আমাদের কম্পিউটারকে নিরাপদে রাখার জন্য পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের ব্যবহৃত গোপন পাসওয়ার্ডটি অন্যকেউ জেনে যায়। এর জন্য আপনার কম্পিউটার এর অনেক ক্ষতি হতে পারে। আপনার পাসওয়ার্ড ব্যবহার করে কেউ যেন আপনার কম্পিউটারের কোনো ক্ষতি করতে না পারে তার জন্য পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। আমরা অনেকেই জানিনা কিভাবে কম্পিউটারের পাসওয়ার্ড পরিবর্তন করে। পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন ভিডিওটি দেখে শিখে নিতে পারেন।
আপনার কম্পিউটার এর পাসওয়ার্ড পরিবর্তন করতে কিবোর্ড থেকে Ctrl+Alt+Del এক প্রেস করুন। তিনটি বাটন একসাথে প্রেস করার পর এরকম একটি ইন্টারফেস আসবে।
এখান থেকে Change a password ক্লিক করুন।
এরপর নিচের ছবি অনুুযায়ী প্রথমে Old password টি লিখুন। তারপর New Password এবং সর্বশেষ Confirm password টি লিখুন।
সবগুলো টাইপ করা হয়ে গেলে কনফার্ম বাটনে ক্লিক করুন। হয়ে গেছে কম্পিউটার এর পাসওয়ার্ড পরিবর্তন।
লেখক : মামুন সরকার