• কম্পিউটার কাকে বলে?

কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস যা তথ্য বা ডেটা প্রক্রিয়া,সংরক্ষণ এবং পুনরুদ্ধার করার ক্ষমতা রাখে। কম্পিউটার হল এমন একটি বৈদ্যুতিক যন্ত্র যা অতি দ্রুত নির্ভুলভাবে বিভিন্ন ধরনের গাণিতিক ও যৌগিক সমাধান দেয়। ১৮১২ সালে ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ব্যাবেজ গাণিতিক সমস্যা সমাধানে ডিফারেন্সিয়াল ইঞ্জিন এবং ১৮৩৩ সালে এনালিটিক্যাল ইঞ্জিন উদ্ভাবন করে কম্পিউটারের জনক হিসেবে পরিচিত হন। কম্পিউটার বিভিন্ন প্রজন্ম অতিক্রম করে বিশাল আকৃতির কম্পিউটার থেকে ক্ষুদ্র পামটপ কম্পিউটারে পরিবর্তন ঘটে। আমাদের বর্তমান দিনের কম্পিউটার কে মাইক্রোকম্পিউটার বলে অভিহিত করা হয়। মাইক্রো কম্পিউটার এর চারটি ভাগ ডেক্সটপ, ল্যাপটপ, নোটবুক ও পাম্প। 

কম্পিউটার কত প্রকার ও কি কি,
কম্পিউটারের বিভিন্ন অংশ (পার্ট অফ কম্পিউটার) কম্পিউটার সাধারণত তিন ধরনের অংশ দ্বারা গঠিত।

1) ইনপুট ইউনিট 
2) সেন্ট্রাল প্রসেসিং ইউনিট 
3) আউটপুট ইউনিট।


কম্পিউটার সর্ম্পকে প্রাথমিক ধারনা।

  • কম্পিউটার কি কি নিয়ে গঠিত,
কম্পিউটার গঠিত হয় মূলত কয়েকটি হার্ডওয়্যারের সংমিশ্রনে। সম্পূর্ন একটি কম্পিউটার যেসব হার্ডওয়্যার দ্বারা গঠিত হয় তা নিচে তালিকা দেওয়া হলো।
  1. মাদারবোর্ড
  2. হার্ডডিস্ক
  3. প্রসেসর
  4. সাউন্ড কার্ড
  5. নেটওয়ার্ক কার্ড
  6. ডিভিডি রোম
  7. কিবোর্ড
  8. মাউস
  9. মনিটর
  10. পাওয়ার সাপ্লাই ইত্যাদি
  • কম্পিউটার কি কি কাজে ব্যবহার হয়,
  1. ব্যবসায়িক কাজে,
  2. পড়ালেখার কাজে,
  3. ফ্রিল্যান্সিং করার কাজে,
  4. কম্পিউটার প্রোগ্রামিং করার কাজে,
  5. গ্রাফিক্স ডিজাইনের কাজে
  6. প্রকাশনীর কাজে
  7. অফিসিয়াল কাজে ইত্যাদি
  • কম্পিউটারের কাজ,
কম্পিউটারের মূল কাজ যদিও গগনা করা। কিন্তু প্রযুক্তির উন্নয়নের সাথে গননার কাজ ছাড়াও বর্তমানে অনেক কাজই করা সম্ভব কম্পিউটার দ্বারা।
  • কম্পিউটার হার্ডওয়্যার কি,
কম্পিউটারের হার্ডওয়্যার হলো মূলত কম্পিউটারের বাহ্যিক অংশ।




ধন্যবাদ
মামুন সরকার

Post a Comment

নবীনতর পূর্বতন