ইউটিবের শুরু
বাংলাদেশী বংশধুত জাভেদ করিম,এবং আমেরিকার বংশধুত স্টিভ চেন এবং চ্যাড হারলি তিন বন্ধু মিলে ইউটিউব প্রথম ১৪ ফেব্রুয়ারী ২০০৫ সালে চালু করেছেন। তিন বন্ধু যখন পেপালের কর্মচারী হিসাবে কাজ করতেন তখন তারা তিনজন মিলে আড্ডা দেওয়ার সময় অনুধাবন করলেন যে কারো বানানো ভিডিওগুলি ভাগ করা যায় এমন কোনও স্থান নেই সেই থেকেই তিন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলেন ভিডিও শেয়ারিং এর জন্য একটি সাইট তৈরী করবেন। যেই কথা সেই কাজ, শুরু করে দিলেন ইউটিউবের সাইট বানানোর কাজ। কিছুদিন পর সেটি বানানো সম্পন্ন হয়ে গেলে আনুষ্ঠানিক ভাবে প্রথম একটি ভিডিও আপলোড দেন বাংলাদেশের জাভেদ করিম, তার ভিডিওটি ছিলো চিরিয়াখানার ভিডিও। ২০০৬ সালের নভেম্বরে ১.৬৫ বিলিয়ন ডলারে ইউটিউবকে গুগল কিনে নেয়। যা বাংলাদেশী টাকায় (১৪০,২৯২,০০০,০০০) প্রায় চৌদ্দ হাজার উনত্রিশ কোটি উনত্রিশ লাখ টাকা। এটি এখন ইন্টারনেটের ইতিহাসে সর্বাধিক দেখা ওয়েবসাইট হয়ে উঠেছে। ইউটিউব ছাড়াও গুগলের মালিকানায় বতমানে গুগল প্লেষ্টোর, জিমেইল, এন্ড্রয়েট,গুগল ক্রোম,গুগল ম্যাপ সহ আরো জনপ্রিয় মাধ্যম রয়েছে গুগলের।

১. প্রথম ইউটিউবার কে?
উত্তর : জাবেদ করিম ( জাবেদ করিম ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা, ইউটিউবে প্রথম ভিডিও আপলোডও করেন জাবেদ করিম। মাত্র 18 সেকেন্ডের এই ভিডিও এখন পর্যন্ত 87357484 ভিউ হয়েছে। First Youtube Video
২. ইউটিউবে আপলোডকৃত ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি ভিউএর ভিডিও কোনটি?
Luis Fonsi - Despacito ft. Daddy Yankee এখন পর্যন্ত ভিডিওটি 6,671,589,567 বার ইউটিউবে ভিউ হয়েছে যা ইউটিউবের ইতিহাসে রেকর্ড Most views video
৩.ইউটিউবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সাবক্রাইকৃত চ্যানেল কোনটি?
টি-সিরিজ, এটি একটি মিউজিক চ্যানেল, বতমান সাবক্রাইবার সংখ্যা ১৩২ মিলিয়ন (১৩ কোটি ২০ লক্ষ সাবক্রাইবার) T-series
৪. প্রতিদিন কতজন মানুষ ইউটিউব দেখে?
ইউটিউবে প্রতি মিনিটে 300 ঘন্টা ভিডিও আপলোড করা হয়! ইউটিউবে প্রতিদিন প্রায় 5 বিলিয়ন ভিডিও দেখা হয়। ইউটিউব প্রতিদিন 30 মিলিয়নেরও বেশি দর্শক পায়।
৫. ইউটিউব থেকে মাসে সবচেয়ে ইনকাম চ্যানেল?
Dude Perfect প্রতিমাসে এই চ্যানেলের ইনকাম ২০ মিলিয়ন ডলার যা বাংলাদেশী টাকায় প্রায় ১৬ কোটি টাকা!!
৬. ইউটিউবে কিভাবে মনিটাইজেশন দেয়?
ইউটিউবে মনিটাইজেশন পেতে মানে টাকা ইনকাম করার যোগ্যতা অজন করতে ইউটিউবারকে একবছরের মধ্যে ১০০০ হাজার সাবক্রাইবার এবং চ্যানেলের আপলোডকৃত ভিডিওর ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরন হলে ইউটিউব একটি চ্যানেলকে মনিটাইজেশন দিয়ে থাকে।
৭.কপিরাইট কি?
অন্যর আপলোডকৃত ভিডিও যদি তার অনুমতি ব্যাতিত নিজের চ্যানেলে আপলোড দেয় তাহলে সেই চ্যানেলটি কপিরাইট ক্ল্যইম অথবা কপিরাইট স্ট্রাইক পাবে। এক্ষেত্রে তিন মাসের ভিতর ৩ টি কপিরাইট স্ট্রাইক পেলে তার চ্যানেলটি ইউটিউব বন্ধ করে দিবে।
৮. ইউটিউব কিভাবে টাকা পেমেন্ট করে?
মনিটাইজেশনকৃত চ্যানেলের প্রতিমাসের ২0-25 তারিখের মধ্যে সকল ভিডিওর ভিউ এর উপর ইউটিউব ইউটিউবার এর গুগল এডস্যান্স একাউন্টে টাকা পেমেন্ট করে থাকে।
৯. ইউটিউবের উদ্দেশ্য কি ছিলো?
শুরুর দিকে ইউটিউবের উদ্দেশ্য ছিলো ডেটিংয়ের সকল ভিডিও আপলোড করা। পরবর্তীতে পরিবর্তন করে সবার জন্য উম্মুক্ত করে দেওয়া হয়।
১০. কোন দেশের মানুষ বেশি ইউটিউব দেখে ?
ইউটিউবের ট্রাফিক সোর্সের ৩০ ভাগই হলো আমেরিকানরা বাকি ৭০ ভাগ অন্যান্য দেশের।
১১. ইউটিউবের সব ভিডিও দেখতে কত দিন লাগবে ?
১২. মোবাইল নাকি কম্পিউটার কোনটি বেশি ?
এক পরিসংখ্যানে জানা যায় ইউটিউবের প্রায় ৭০ ভাগ মানুষ মোবাইল এবং বাকি ৩০ ভাগ মানুষ কম্পিউটার দ্বারা ইউটিউব ব্যবহার করে থাকে।