কম্পিউটার কনফিগারেশন কি? এবং কিভাবে কনফিগারেশন জানবেন?

কম্পিউটার  কনফিগারেশন কি?

একটা সময় যখন কম্পিউটার সম্পর্কে কিছুই বুঝতাম না তখন দেখতাম অনেক অভিজ্ঞ লোকেরা একে অপরকে বলতো ভাই আপনার কম্পিউটারের কনফিগারেশন কি? ভিডিও এডিটিং কাজের জন্য কেমন কনফিগারেশন ভালো হবে। অথবা গ্রাফিক্স ডিজাইনের জন্য কেমন হওয়া উচিত।  তখনকার সেই কথাগুলোই এখন বুঝতে পারি কম্পিউটার কনফিগারেশন কি। এই কম্পিউটার কনফিগারেশনের ব্যাপার বুঝতে আমার অনেক সময় লেগেছিলো। চলুন জেনে নেওয়া যাক কনফিগারশেন সম্পর্কে।

আমাদের নিত্য  ব্যবহৃত কম্পিউটারটি যেসকল হার্ডওয়্যার ও সফটওয়্যার এবং ফার্মওয়্যার দ্বারা গঠন করা হয়ে থাকে সেগুলোকে সংক্ষিপ্ত ভাবে প্রকাশ করাকেই কম্পিউটার কনফিগারেশন বলে। অর্থাৎ মাদারবোর্ড থেকে শুরু করে ছোট্র মাউস পযন্ত সবগুলোই কম্পিউটার কনফিগারেশনের অংশ।কম্পিউটার  সিস্টেমের একটি কনফিগারেশন তার প্রকৃতি, সংখ্যা এবং প্রধান বৈশিষ্ট্য অনুসারে এর প্রতিটি কার্যকরী ইউনিটের বিন্যাসকে বোঝায়। মূলত কম্পিউটার কনফিগারেশন গঠিত হয়ে থাকে তিনটি মূল বিষয়ের উপর যেমন- হার্ডওয়্যার, সফ্টওয়্যার, এবং ফার্মওয়্যার। যদিও একটি কম্পিউটারে হার্ডওয়্যার ও সফটওয়্যারের ভূমিকাই বেশি এবং সহজভাবে পরিচিত।

নতুন কম্পিউটার কেনার ক্ষেত্রে কনফিগারেশনের ব্যাপারটি জানা খুবই গুরুত্বপূর্ন। প্রথম অবস্থায় যখন কম্পিউটার কেনার জন্য সিদ্ধান্ত নেবেন তখন আপনাকে কনফিগারেশনের একটি সংক্ষিপ্ত তালিকা করে নিতে হবে। যদি অফিসিয়াল কাজের জন্য কম্পিউটার কেনেন আপনাকে মাথায় রাখতে হবে- মাইক্রোসফট অফিস, ইন্টারনেট ব্রাউজিং, প্রিন্টিং, ইত্যাদির প্রয়োজন হবে। এবং আপনার অফিসের কাজের গতি কেমন হওয়া উচিত। যদি খুব দ্রুত কাজ করতে চান তাহলে সব্বোর্চ্চ পরিমাণ র‌্যাম, ভালো মানের এবং বেশি সাইজের হার্ডডিস্ক, সর্বশেষ জেনারেশনের প্রসেসর। ভালো দামের কিবোর্ড ও মাউস এবং দেখতে সুন্দর ভালো মানের মনিটর।


কম্পিউটার  কনফিগারেশন কিভাবে চেক করবেন?

যাবতীয় গুরুত্বপূর্ন তথ্যগুলোকে কম্পিউটারের কনফিগারেশন বলতে পারেন, সেগুলো কিভাবে জানবেন? এ পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি ল্যাপটপ বা কম্পিউটারের সকল তথ্য কিভাবে বের করবেন। কম্পিউটারে অনেক গুলো গুরুত্বপূর্ন তথ্য থাকে। তার মধ্যে র‌্যাম, হার্ডডিস্ক, প্রসেসর, মাদারবোর্ড  সহ অপারেটিং সিস্টেম সম্পর্কেও অনেক তথ্য থাকে আমাদের কম্পিউটারের মধ্যে। যেগুলোকে হার্ডওয়্যারও বলা হয়ে থাকে।

কনফিগারেশন জানার জন্য প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করুন, "Computer" এ ডান ক্লিক করুন এবং তারপরে "Properties" এ ক্লিক করুন। এই প্রক্রিয়াটি কম্পিউটার মডেল, অপারেটিং সিস্টেম, র‌্যাম স্পেসিফিকেশন এবং প্রসেসরের মডেল সম্পর্কিত তথ্য প্রদর্শন করবে।


কম্পিউটার কনফিগারেশন কি? এবং কিভাবে কনফিগারেশন জানবেন?


কম্পিউটারের পুরো কনফিগারেশন কিভাবে বের করবেন?

এই পদ্ধতিটি হলো কমান্ডের মাধ্যমে কনফিগারেশন বের করা। প্রথমে উইন্ডোজ স্টার্ট বাটন থেকে লিখুন cmd তারপর এন্টার চাপুন। এবার লিখুন systeminfo তারপর এন্টার চাপুন, আপনার সামনে অনেক গুলো তথ্য প্রদর্শন করা হবে। সেখান থেকে আপনার পিসি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। নিচে আমার কম্পিউটারের কনফিগারেশন উল্লেখ করে দিলাম।


কম্পিউটার কনফিগারেশন কি? এবং কিভাবে কনফিগারেশন জানবেন?
কম্পিউটার কনফিগারেশন কি? এবং কিভাবে কনফিগারেশন জানবেন?

আজ এ পযন্তই। লেখার কোনো প্রকার টাইপিং অথবা অন্যকোনো ভুল পরিলক্ষিত হলে দয়া করে কমেন্ট করে জানাবেন। শুধতে নেওয়ার চেস্টা করবো। ধন্যবাদ।


আরো পড়ুন > ব্লগসাইটে এডসেন্স না পাওয়ার কারন ও এডসেন্স পাওয়ার উপায়।



লেখক : মামুন সরকার

Post a Comment

নবীনতর পূর্বতন