এফিলিয়েট মার্কেটিং কি?

এফিলিয়েট মার্কেটিং হলো কোনো কোম্পানির পণ্যে অনলাইনের মাধ্যমে প্রচার করে কমিশনের মাধ্যমে মানুষের কাছে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করা। এফিলিয়েট মার্কেটিং আপনি ঘরে বসেই করতে পারবেন। এফিলিয়েট মার্কেটিং করার জন্য যেগুলো আপনার প্রয়োজন তা হলো একটি ওয়েবসাইট, অথবা একটি ইউটিউব চ্যানেল, অথবা ব্লগ সাইট, এছাড়া ফেসবুক, টুইটার, ইনট্রগাম, পিনটারেন্ট ইত্যাদির মাধ্যমেও আপনি এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন।



এফিলিয়েট মার্কেটিং করে এক মাসে কত টাকা ইনকাম করা যায়?


এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবেন?

একেবারে গোড়া থেকে যদি বলি, তাহলে প্রথমে আপনার একটি কম্পিউটার থাকতে হবে। তারপর আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশান দিতে হবে। দুটি কাজ হয়ে গেলে এবার আপনাকে আপনার নিজের জন্য একটি ওয়েব সাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ইউটিউব চ্যানেল, অথবা একটি ফেসবুক পেজ, অথবা একটি টুইটার একাউন্ট খোলতে হবে। উল্লেখিত চারটির মধ্যে যেকোনো একটি হলেও চলবে। তবে এফিলিয়েট এর জন্য সবচেয়ে জনপ্রিয়ে হলো ওয়েব সাইট। মনে করুন আপনি একটি ইউটিউব চ্যানেল খোললেন, এখন আপনার কাজ হবে আপনার ইউটিউব চ্যানেলে সাবক্রাইবার বাড়ানো।যত বেশি সাবক্রাইবার হবে আপনার ততবেশি লাভ হবে। সাবক্রাইবার এজন্য বাড়াবেন যাতে করে আপনি যদি কোনো অফার প্রমোট করেন আপনার সাবক্রাইবাররা আপনার প্রমোটকৃত অফারটি তারা দেখতে পাবে এবং সেখান থেকে তারা আপনার প্রমোটকৃত অফারের লিঙ্কে গিয়ে তাদের কাঙ্খিত পণ্যটি ক্রয় করবে। আপনার প্রমোটকৃত অফারের লিঙ্কে গিয়ে কোনো পণ্যর অডার করলেই আপনার একাউন্টে কমিশন যোগ হয়ে যাবে অথবা আপনার ইনকাম হয়ে যাবে। একইভাবে ইউটিউবের মতো আপনার যদি ফেসবুক পেজ অথবা গ্রুপ থাকে সেখানেও আপনি একই পদ্ধতিতে ইনকাম করতে পারবেন। কোন এফিলিয়েট নিয়ে কাজ করবেন? বতমানে অনেক অনলাইন শপিং সাইট আছে তার মধ্যে থেকে আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি অনলাইন শপিং সাইট বাছাই করে সেই সাইটের এফিলিয়েট প্রোগ্রামে একাউন্ট খোলে সেখানে আপনাকে জয়েন করতে হবে। নিচের জনপ্রিয় কয়েকটি এফিলিয়েট এর মধ্যে থেকে যে কোনো একটি সাইট দিয়ে আপনি শুরু করতে পারেন।



উপরের যে কোনো একটি সাইটে জয়েন হয়ে গেলে সেখানে আপনি হাজারো রকমের পণ্য প্রমোট করার সুযোগ পাবেন। কিন্তু আপনাকে সফল হতে হলে অবশ্যই যেকোনো একটি পণ্যর উপর কাজ করতে হবে। যেমন আপনি যদি মোবাইল নিয়ে কাজ করেন তাহলে মোবাইলের যতো আইটেম আছে তা নিয়েই আপনাকে কাজ করতে হবে। আবার আপনি হেল্থ নিয়ে কাজ করেন তাহলে হেল্থ সম্পকিত যত পণ্য আছে তা নিয়েই কাজ করতে হবে। আপনি ইচ্ছা উভয়টি নিয়েই কাজ করতে পারেন। কিন্তু তাতে করে আপনার গ্রাহক যখন আপনার সাইটে আসবে বিভিন্ন রকমের পন্য থাকলে তারা দ্বিধায় পড়ে যাবে।উল্লেখিত সাইট ছাড়াও অনেক লোকাল ওয়েবসাইট রয়েছেন যারা আপনাকে তাদের প্রোডাক্ট অনলাইন বিক্রি করানোর জন্য ভালো কমিশন দেন। আপনি সোজা Google এ গিয়ে নিজের দেশের লোকাল affiliate program এর বিষয়ে সার্চ করে তাদের সাইটে join করতে পারেন। কোন এফিলিয়েট নিস বা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন? নিচে কয়েকটি ক্যাটাগরির উপর আপনি কাজ করতে পারেন।

  • মোটিভেশনাল,
  • ওয়েট লস,
  • ডায়েট,
  • ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট,
  • ওয়েব ডেভেলপমেন্ট,
  • ওয়েব ডিজাইনিং,
  • গ্রাফিক্স ডিজাইনিং,
  • হোম ডেকোরেশন,
  • ক্যরিয়ার ডেভেলপমেন্ট,
  • ইনফরমেশন,
  • অনলাইনে আয়,
  • ফ্রিল্যান্সিং,
  • ব্লগিং,
  • এফিলিয়েট মার্কেটিং,
  • আমাজন এফিলিয়েট মার্কেটিং,
  • ভ্রমণ,
  • লাইফ হ্যাক,
  • হেলথ টিপস,
  • বিউটি টিপস,
  • রান্নাবান্না,
  • ব্যবসায়িক আইডিয়াস,
  • ব্যবসায়িক পরামর্শ,
  • শেয়ার বাজার,
  • নিউজ,
  • জোকস,
  • উক্তি,
  • ডিজিটাল মার্কেটিং,
  • এস ই ও,
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং,
  • পড়াশুনা ইত্যাদি

ক্যাটাগরি বা নিস পছন্দ করেসব থেকে বড় কথা হল যে আপনি অজস্র প্রোডাক্ট প্রোমোট করে খুব ভালো করতে পারবেন না। আপনি সেই সমস্ত প্রোডাক্ট প্রোমোট করবেন যে সমস্ত প্রোডাক্ট সম্পর্কে আপনি ভালো মত জানেন। আর সবথেকে ভালো হয় যদি আপনি প্রোডাক্টগুলো নিজেই ব্যবহার করে ভাল রেজাল্ট পেয়ে থাকেন।

ওয়েবসাইট তৈরী করার পর নিচের প্রত্যেকটি ধাপ আপনাকে ভালোভাবে অনুসরন করতে হবে।উপরের সবগুলো ঠিক মতো হয়ে গেলে যখনই কোনো ট্রাফিক বা আপনার কোন ভিজিটর আপনার ওয়েব সাইটে গিয়ে ওই লিংকে ক্লিক করে আপনার রিকমেন্ডেড প্রোডাক্টটি কিনবে তখনই কিন্তু আপনি কমিশন পেয়ে যাবেন। 

তাই এর থেকে স্বাচ্ছন্দ্যময় ভালো প্যাসিভ ইনকাম আর হয় না। প্রথম স্টেপে প্রোডাক্ট বাছাই করতে হবে,নিশ সিলেক্ট হয়ে গেলে এরপর আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রোডাক্টসমূহ সিলেক্ট করতে হবে। আপনি যদি নিশ সিলেক্ট করে ফেলেন তখন আপনার প্রোডাক্ট সিলেকশন অনেক সহজ হয়ে যাবে। তারপর আপনাকে দ্বিতীয় স্টেপে ওয়েবসাইট তৈরী করতে হবে ওয়েবসাইট সেটআপ করা ওয়েবসাইট অপারেট করা শেখা, এস ই ও (SEO) শেখা কনটেন্ট তৈরী করা ওয়েবসাইট ভিজিটর নিয়ে আশা ইমেইল কালেক্ট করা এফিলিয়েট প্রোডাক্ট সাইনআপ করে তা প্রমোট করা ইত্যাদি।


এফিলিয়েট মার্কেটিং করে এক মাসে কত টাকা ইনকাম করা যায়?


এফিলিয়েট মার্কেটিং করে এক লক্ষ, দুই লক্ষ বা তারও অধিক পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব। তবে এক লক্ষ মাসে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে এক লক্ষ টাকার পরিশ্রম করতে হবে। যেমন প্রথমে আপনাকে সঠিক নিস বাছাই করতে হবে যেটা অনলাইন মার্কেটে সবচেয়ে বেশি বিক্রি হয়। কোন পন্যটি সবচেয়ে বেশি বিক্রি হয় বা কোন পণ্যটি সবচেয়ে বেশি জনপ্রিয় অথবা কোন পণ্যটি সবসময়ই বিক্রি বেশি হয় সেগুলো আপনাকে রিসার্চ করতে হবে। তারপর আপনার পছন্দের নিসটিকে মানুষের কাছে পৌছে দেওয়ার জন্য ভালো ভাবে এসইও করা জানতে হবে।
যেভাবেই হোক আপনার পছন্দের পন্যটির বিক্রি বাড়াতে হবে। যত বিক্রি বেশি হবে ততই আপনার ইনকাম বাড়বে।
এফিলিয়েট মার্কেটিং এর এসইও করা  নিয়ে শ্রীগ্রই আরেকটি আর্টিকেল পোস্ট করবো। পরবর্তী পোস্ট পেতে ফলো করে সঙ্গেই থাকুন। আজ এ পযর্ন্তই। ধন্যবাদ





 লেখক : মামুন সরকার

Post a Comment

নবীনতর পূর্বতন